বগুড়া প্রতিনিধি
জয়পুরহাট জেলার ক্ষেতলালের যুবক জাকারিয়া মণ্ডল গতকাল সোমবার রাতে বিয়ে করেন। আজ মঙ্গলবার সকালে কাজে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনি। সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া মণ্ডল (২০) ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় এবিসি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
নিহতের চাচা সিরাজুল ইসলাম মণ্ডল আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে একই গ্রামে বিয়ে হয় জাকারিয়ার। আজ সকালে কাজের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ৯টার দিকে তাঁরা জানতে পারেন কাহালু উপজেলার বারমাইল এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বারমাইল এলাকায় গার্ডেন ভিউ রেস্তোরাঁর সামনে নওগাঁগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক জাকারিয়া মণ্ডলকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জাকারিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জয়পুরহাট জেলার ক্ষেতলালের যুবক জাকারিয়া মণ্ডল গতকাল সোমবার রাতে বিয়ে করেন। আজ মঙ্গলবার সকালে কাজে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনি। সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া মণ্ডল (২০) ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় এবিসি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
নিহতের চাচা সিরাজুল ইসলাম মণ্ডল আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে একই গ্রামে বিয়ে হয় জাকারিয়ার। আজ সকালে কাজের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ৯টার দিকে তাঁরা জানতে পারেন কাহালু উপজেলার বারমাইল এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বারমাইল এলাকায় গার্ডেন ভিউ রেস্তোরাঁর সামনে নওগাঁগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক জাকারিয়া মণ্ডলকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জাকারিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ বলছে, ৫৫ লাখ টাকা নয়, প্রাইভেট কারচালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নগদের যশোর কার্যালয়ের হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলাম বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেন। রাতেই পুলিশ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে।
৭ মিনিট আগে‘এভাবে তো জোর করে পদত্যাগ হয় না। আমি স্বাক্ষর দিতে বাধ্য হয়েছি। পদত্যাগ করিনি।’ তিনি বলেন, ‘এখানে রাস্তা-টাস্তা কিছু না। এলাকার একটা পক্ষ আমাকে সরাতে চাইছে। তা না হলে কাজ এলজিইডির, আর আমাকে চাপ দেওয়া হয়?’
১১ মিনিট আগেনওগাঁ শহরে একটি ফার্মাসিউটিক্যালসের গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে একই পরিবারের আরও ছয়জন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। আজ বুধবার দুপুরের দিকে জেলা শহরের পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর।
২২ মিনিট আগে