চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে যমজ বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতেই মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত দুই বোন হলেন মিম (২০) ও লাম (২০)। তাঁরা পৌর সদরের আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর মেয়ে।
আর অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামান পায়েল (২২)। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদমগাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাঁকে গিয়ে বলেন গাছ কাটার সময় তাঁদের কলাগাছ যেন নষ্ট না হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁর বোন মিম এগিয়ে এলে তাঁকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পায়েল ও তাঁর মা-বাবা মিলে যমজ দুই বোনকে বেধড়ক মারধর করেন।
পরে চিৎকার-চেঁচামেচি শুনে দুই বোনের পরিবারের লোকজন গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করে চাটমোহর পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগ নেতা পায়েলের বাবাকে।
এ বিষয়ে অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম। আমি তাদের মারিনি। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘বিষয়টি এখনো জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে এবং আমরা তদন্ত করে সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার চাটমোহরে বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে যমজ বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতেই মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত দুই বোন হলেন মিম (২০) ও লাম (২০)। তাঁরা পৌর সদরের আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর মেয়ে।
আর অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামান পায়েল (২২)। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদমগাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাঁকে গিয়ে বলেন গাছ কাটার সময় তাঁদের কলাগাছ যেন নষ্ট না হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁর বোন মিম এগিয়ে এলে তাঁকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পায়েল ও তাঁর মা-বাবা মিলে যমজ দুই বোনকে বেধড়ক মারধর করেন।
পরে চিৎকার-চেঁচামেচি শুনে দুই বোনের পরিবারের লোকজন গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করে চাটমোহর পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগ নেতা পায়েলের বাবাকে।
এ বিষয়ে অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম। আমি তাদের মারিনি। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘বিষয়টি এখনো জানি না। যদি এমন ঘটনা ঘটে থাকে এবং আমরা তদন্ত করে সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে