নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে বাগানের ৬০টি আম ও লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির মালিক নিলুফার ইয়াসমিন। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। জমি দখল করতে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ এই নারীর।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নিলুফার ইয়াসমিনের বাড়ি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায়। তাঁর ভাই লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার শীতলপুর এলাকায় এই জমিতে আম ও লিচুর বাগান করেছিলেন। ফারুকের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা এলাকায়।
গোদাগাড়ী মডেল থানায় করা সাধারণ ডায়েরিতে নিলুফার ইয়াসমিন জানান, বান্দুড়িয়া হাজিপুর গ্রামের মো. হাবিবুল্লাহ (৩২), মো. শ্যামল (৩৮), মো. রুবেল (২৬) ও মো. মাহফুজ (২১) তাঁর জমি দখল করে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। এ জন্য তাঁরা জমিতে থাকা বাগানের গাছ কেটে ফেলেছেন। গত সোমবার দুপুরে জমিতে গিয়ে তিনি গাছ কাটা দেখতে পান। এরপর থানায় জিডি করেন।
নিলুফার ইয়াসমিনের ভাইয়ের ছেলে ফারুক হোসেন জানান, জমিতে আম্রপালি, কটিমন, গৌড়মতি ও ব্যানানা জাতের আম এবং লিচুগাছ লাগিয়েছিলেন তিনি। মোট গাছ ছিল ১৬৬টি। এর মধ্যে ৬০টি গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছে এবার মুকুল এসেছিল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. হাবিবুল্লাহ বলেন, ‘অভিযোগ মিথ্যা। ওরা নিজেরা নিজেরাই গাছ কেটেছে। এরপর আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা গাছ কাটতে যাইনি।’

রাজশাহীর গোদাগাড়ীতে বাগানের ৬০টি আম ও লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির মালিক নিলুফার ইয়াসমিন। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। জমি দখল করতে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ এই নারীর।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নিলুফার ইয়াসমিনের বাড়ি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায়। তাঁর ভাই লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার শীতলপুর এলাকায় এই জমিতে আম ও লিচুর বাগান করেছিলেন। ফারুকের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা এলাকায়।
গোদাগাড়ী মডেল থানায় করা সাধারণ ডায়েরিতে নিলুফার ইয়াসমিন জানান, বান্দুড়িয়া হাজিপুর গ্রামের মো. হাবিবুল্লাহ (৩২), মো. শ্যামল (৩৮), মো. রুবেল (২৬) ও মো. মাহফুজ (২১) তাঁর জমি দখল করে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। এ জন্য তাঁরা জমিতে থাকা বাগানের গাছ কেটে ফেলেছেন। গত সোমবার দুপুরে জমিতে গিয়ে তিনি গাছ কাটা দেখতে পান। এরপর থানায় জিডি করেন।
নিলুফার ইয়াসমিনের ভাইয়ের ছেলে ফারুক হোসেন জানান, জমিতে আম্রপালি, কটিমন, গৌড়মতি ও ব্যানানা জাতের আম এবং লিচুগাছ লাগিয়েছিলেন তিনি। মোট গাছ ছিল ১৬৬টি। এর মধ্যে ৬০টি গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছে এবার মুকুল এসেছিল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. হাবিবুল্লাহ বলেন, ‘অভিযোগ মিথ্যা। ওরা নিজেরা নিজেরাই গাছ কেটেছে। এরপর আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা গাছ কাটতে যাইনি।’

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) নামে এক প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
২১ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে