ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলালের খোরশেদ আলম (২২) নামের এক যুবক। গতকাল শুক্রবার জেলার পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে টিনের চালা থেকে পড়ে মারা যান তিনি। এ সময় আরও তিনজন আহত হন।
আজ শনিবার বেলা ১১টায় জানাজা শেষে তার নিজ মহল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত ভোরশেদ পৌর এলাকার রামপুরা রানীনগর মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, একই মহল্লার হাবিবুর রহমান হাবুর ছেলে শামীম হোসেন (২১), আক্কাস আলীর ছেলে আশরাফুল (২০) এবং খলিলুর রহমানের ছেলে লিটন (১৮) গুরুতর আহত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচবিবির মাছ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন একাডেমি ও পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই খেলা দেখতে লক্ষাধিক দর্শক সমাগম ঘটে। স্টেডিয়ামে বসার আসন না পেয়ে অবশেষে স্টেডিয়ামের উত্তর পাশে পাঁচবিবি সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিনের চালার ওপর বসে খোরশেদ আলমসহ প্রায় শতাধিক দর্শক খেলা দেখছিল।
খেলা চলাকালীন তাদের ভাঁড়ে ওই পরিত্যক্ত ভবনের টিনের ছাউনিসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ক্ষেতলালের যুবক খোরশেদ আলমের (২২) মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মা মেরিনা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘অনেক কষ্ট করে সন্তান লালন পালন করেছি। সে সংসারের হাল ধরে ছিল। সন্তানকে হারিয়ে আমি বড় একা হয়ে গেলাম।’
ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলালের খোরশেদ আলম (২২) নামের এক যুবক। গতকাল শুক্রবার জেলার পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে টিনের চালা থেকে পড়ে মারা যান তিনি। এ সময় আরও তিনজন আহত হন।
আজ শনিবার বেলা ১১টায় জানাজা শেষে তার নিজ মহল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত ভোরশেদ পৌর এলাকার রামপুরা রানীনগর মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, একই মহল্লার হাবিবুর রহমান হাবুর ছেলে শামীম হোসেন (২১), আক্কাস আলীর ছেলে আশরাফুল (২০) এবং খলিলুর রহমানের ছেলে লিটন (১৮) গুরুতর আহত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচবিবির মাছ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন একাডেমি ও পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই খেলা দেখতে লক্ষাধিক দর্শক সমাগম ঘটে। স্টেডিয়ামে বসার আসন না পেয়ে অবশেষে স্টেডিয়ামের উত্তর পাশে পাঁচবিবি সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিনের চালার ওপর বসে খোরশেদ আলমসহ প্রায় শতাধিক দর্শক খেলা দেখছিল।
খেলা চলাকালীন তাদের ভাঁড়ে ওই পরিত্যক্ত ভবনের টিনের ছাউনিসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ক্ষেতলালের যুবক খোরশেদ আলমের (২২) মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মা মেরিনা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘অনেক কষ্ট করে সন্তান লালন পালন করেছি। সে সংসারের হাল ধরে ছিল। সন্তানকে হারিয়ে আমি বড় একা হয়ে গেলাম।’
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটার নামে অবিচার, মানি না মানব না’
৫ মিনিট আগেফরিদপুরে ফ্যাসিবাদের দোসরেরা বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক করে কুমার নদ থেকে অবৈধভাবে বালু তুলছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ বিষয়ে তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কুমার নদ রক্ষায় আজ শনিবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
১২ মিনিট আগেবিয়ের দুই দিন পর টাঙ্গাইলের সখীপুরে রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেসিলেটে ৬ কোটি টাকার চোরাচালানের মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। এ বিষয়ে তিনি জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালপত্র জব্দ করা হয়। এ ব্যাপারে বিধি অন
১ ঘণ্টা আগে