Ajker Patrika

রাবি অধ্যাপক ও তাঁর ভাইয়ের পাল্টাপাল্টি জিডি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
রাবি অধ্যাপক ও তাঁর ভাইয়ের পাল্টাপাল্টি জিডি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুজ্জমান ও তাঁর সহোদর ভাই রেজাউল করিম একে অপরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তাঁরা একে অপরকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করেছেন। 

গত বৃহস্পতিবার রাবির সহযোগী অধ্যাপক আমিরুজ্জামান রাজশাহীর মতিহার থানায় জিডি করেন। এর আগে বুধবার তাঁর বড়ভাই রেজাউল পাবনার ভাঙ্গুড়া থানায় সাধারণ জিডি করেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জিডির বিষয়টি নিশ্চিত করেন। ওই দুই সহোদর ভাঙ্গুড়া পৌরসভার এসআর পাড়া মহল্লার মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। 

আমিরুজ্জমান জিডিতে উল্লেখ করেন, গত বুধবার তাঁর স্ত্রী নার্গিস সুলতানা তৃপ্তির নামের সম্পত্তি বিক্রি করতে তাঁরা ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যান। সেখানে জমির রেজিস্ট্রি করে ফেরার পথে ওই দিন দুপুর ১টার দিকে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের পাশের রাস্তায় তাঁর বড়ভাই রেজাউলসহ দুজন অজ্ঞাত ব্যক্তি তাঁদের ওপর আক্রমণ করেন। পরে আমিরুজ্জমানের আরেক ভাই তাঁদেরকে উদ্ধার করে রাজশাহী ফিরে যেতে সহযোগিতা করেন। ফের আক্রমণের আশঙ্কায় ও বিষয়টি পারিবারিকভাবে মিটিয়ে ফেলার চিন্তা করে তখন তাঁরা আইনের সহায়তা না নিয়েই কর্মস্থলে ফিরে যান। কিন্তু বর্তমানে আমিরুজ্জমান কর্মস্থল রাজশাহীতে থাকার পরও রেজাউল বিভিন্ন লোকজনের মাধ্যমে তাঁকে হামলা-মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। 

জিডিতে রেজাউল করিম উল্লেখ করেন, ছোট ভাই আমিরুজ্জামানের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর অনেকদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন তাঁর ছোটভাই। গত বুধবার তিনি ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ে উপস্থিত হয়ে সাব-রেজিস্ট্রার বরাবর একটি অভিযোগ দিতে যান। এ সময় তাঁরা সেখানে রেজাউলকে দেখতে পেয়ে গালিগালাজ করে লাঠি-সোঁটা নিয়ে মারতে যান এবং যেখানেই পাবে সেখানেই তাঁকে খুন করার হুমকি দেন আমিরুজ্জামান। 

এ বিষয়ে রাজশাহীর মতিহার থানার ওসি মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘তাঁদের দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে অনেক দিনের ঝামেলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখতে আদালতের অনুমতির প্রয়োজন। অনুমতি পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত