আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদা খাতুনকে বিজয়ী করতে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সান্যাল পাড়া এলাকায় নিজ দীঘির পাড়ে কর্মিসভা করেন।
পৌর আওয়ামী লীগের নেতা আল মামুন সরকারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। কর্মিসভায় বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুচ আলী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, পাকা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান নয়েজ মাহামুদ, যুবলীগ নেতা নাসিম মাহামুদ, আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দিপক কুমার কুণ্ডু প্রমুখ।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সংসদ সদস্য কোনো নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে পারেন না। যদি করে থাকে তাহলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আজকের পত্রিকাকে বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাছাড়া তিনি যে স্থানে কর্মিসভা করেছেন তা পৌর এলাকার বাইরে। আওয়ামী লীগের এমপি হিসেবে কর্মিসভা করা, নৌকার পক্ষে ভোট চাওয়া এই কাজগুলো তো করতেই হবে। এতে মনে হয় আচরণবিধি লঙ্ঘন হয়নি।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে