বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে যুবদল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। তবে যুবদল নেতার পক্ষেও পাল্টা মানববন্ধন করেন তাঁর সমর্থকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এবং বিকেল ৪টার দিকে শহরের শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়।
কানুছগাড়ি বণিক সমিতির সাবেক উপদেষ্টা জোবায়ের হাসান বলেন, দেড় বছর আগে কানুছগাড়ি বণিক সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের বিষয়ে আগামী বুধবার সভা আহ্বান করা হয়। এ জন্য রোববার বিকেলে ব্যবসায়ীদের জানিয়ে প্রত্যেকের দোকানে চিঠি দেওয়া হয়। সন্ধ্যার পর যুবদল নেতা কামরুল হাসান ঝিনুক ও তাঁর বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন ফার্নিচার ব্যবসায়ী আবুল কালামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেন।
মারধরের কারণ হিসেবে জোবায়ের হোসেন বলেন, ঝিনুকের বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন কানুছগাড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে আবুল কালাম আজাদের ইন্ধনে আগামী বুধবার বণিক সমিতির সভা আহ্বান করায় তাঁর ওপর চড়াও হন। জোবায়ের বলেন, কাঞ্চন ও ঝিনুক এর আগেও বেশ কয়েকবার ব্যবসায়ীদের মারধর করেছেন। ঝিনুক নবগঠিত জেলা যুবদলের সদস্য পদ পাওয়ার পর তাঁরা দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা যুবদলের সদস্য কামরুল হাসান ঝিনুক বলেন, ‘আমাকে বিতর্কিত করতে জোবায়ের হাসান চক্রান্ত শুরু করেছেন।’ জোবায়ের হাসানকে ভূমিদস্যু উল্লেখ করে ঝিনুক বলেন, ‘আমার বড় ভাই কাঞ্চন এখন কানুছগাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে জোবায়ের হাসান ও আবুল কালাম আজাদ বণিক সমিতির সভা ডাকতে পারেন না। বিষয়টি নিয়ে জানতে আবুল কালাম আজাদের দোকানে যান আমার বড় ভাই। সে সময় আমি উপস্থিত ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে মানববন্ধন করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমিও ব্যবসায়ী। কানুছগাড়িতে আমার দোকান আছে।’
এদিকে বিকেলে যুবদল নেতা কামরুল হাসান ঝিনুকের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় মানববন্ধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা বিষয়টি শুনেছি। পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।’
বগুড়ায় ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে যুবদল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। তবে যুবদল নেতার পক্ষেও পাল্টা মানববন্ধন করেন তাঁর সমর্থকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এবং বিকেল ৪টার দিকে শহরের শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়।
কানুছগাড়ি বণিক সমিতির সাবেক উপদেষ্টা জোবায়ের হাসান বলেন, দেড় বছর আগে কানুছগাড়ি বণিক সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের বিষয়ে আগামী বুধবার সভা আহ্বান করা হয়। এ জন্য রোববার বিকেলে ব্যবসায়ীদের জানিয়ে প্রত্যেকের দোকানে চিঠি দেওয়া হয়। সন্ধ্যার পর যুবদল নেতা কামরুল হাসান ঝিনুক ও তাঁর বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন ফার্নিচার ব্যবসায়ী আবুল কালামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেন।
মারধরের কারণ হিসেবে জোবায়ের হোসেন বলেন, ঝিনুকের বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন কানুছগাড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে আবুল কালাম আজাদের ইন্ধনে আগামী বুধবার বণিক সমিতির সভা আহ্বান করায় তাঁর ওপর চড়াও হন। জোবায়ের বলেন, কাঞ্চন ও ঝিনুক এর আগেও বেশ কয়েকবার ব্যবসায়ীদের মারধর করেছেন। ঝিনুক নবগঠিত জেলা যুবদলের সদস্য পদ পাওয়ার পর তাঁরা দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা যুবদলের সদস্য কামরুল হাসান ঝিনুক বলেন, ‘আমাকে বিতর্কিত করতে জোবায়ের হাসান চক্রান্ত শুরু করেছেন।’ জোবায়ের হাসানকে ভূমিদস্যু উল্লেখ করে ঝিনুক বলেন, ‘আমার বড় ভাই কাঞ্চন এখন কানুছগাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে জোবায়ের হাসান ও আবুল কালাম আজাদ বণিক সমিতির সভা ডাকতে পারেন না। বিষয়টি নিয়ে জানতে আবুল কালাম আজাদের দোকানে যান আমার বড় ভাই। সে সময় আমি উপস্থিত ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে মানববন্ধন করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমিও ব্যবসায়ী। কানুছগাড়িতে আমার দোকান আছে।’
এদিকে বিকেলে যুবদল নেতা কামরুল হাসান ঝিনুকের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় মানববন্ধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা বিষয়টি শুনেছি। পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।’
কম্বোগুলোতে বাবার সঙ্গে মিলিয়ে ছেলের পাঞ্জাবি, মেয়ের সঙ্গে মায়ের কুর্তি কিংবা পরিবারের সবার একই রকম পোশাক নেওয়ার প্রবণতা বাড়ছে। ফ্যাশন হাউসগুলো এমন তথ্যই জানাচ্ছে। ঈদ উপলক্ষে অন্যান্য পোশাকের পাশাপাশি ‘মেলানো পোশাক’ বিক্রি হচ্ছে বেশ ভালোই। যদিও এবারের ঈদের বিক্রি নিয়ে সন্তুষ্ট নয় অনেক ফ্যাশন হাউস। ত
৩ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ঈদের আগে পুনরায় ট্রেনটি চালু করে দুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত ট্রেনটি
৪ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরসহ কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়।
৪ ঘণ্টা আগে