কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে ধান কাটার সময় কম্বাইন হারভেস্টারের নিচে চাপা পড়ে বায়েজিদ মিয়া (১০) নামের এক এতিম শিশুর মৃত্যু হয়েছে। বায়েজিদ উপজেলার হাটশিরা গ্রামের মৃত ওসমান গনির ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাটশিরা গ্রামে রঞ্জু মিয়ার জমিতে হারভেস্টার দিয়ে ধান কাটছিলেন মজনু মিয়া। এ সময় ধান কাটার দৃশ্য দেখতে শিশুরা ভিড় জমায় আশপাশে। ধান কাটতে কাটতে হারভেস্টার পেছনে নেওয়ার সময় বায়েজিদ চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কম্বাইন হারভেস্টারের চালক মজনু মিয়া বলেন, ‘ধান কাটার সময় বাচ্চারা দৌড়োদৌড়ি করছিল। আমি মেশিন পেছনে দেওয়ার পর দেখি মেশিনের নিচে একটা বাচ্চা পড়েছে। আমি ইচ্ছে করে এই এক্সিডেন্ট করি নাই।’
স্থানীয়রা বলছেন, বায়েজিদের বাবার অপমৃত্যু হয় বছরখানেক আগে। তার কিছুদিন পর মাকেও হারায় সে। আজ সে নিজেই পরপারে। এতিম শিশুটি গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। বিভিন্ন বাড়িতে খাওয়াদাওয়াও করত।
মিলন মিয়া নামের স্থানীয় একজন বলেন, ‘ঘটনার দিন দুপুরেও বায়েজিদ আমার বাড়িতেই ছিল। সে আমার সঙ্গে গরুকে ঘাসও খাইয়েছে। এতিম হওয়ার পর ছেলেটাকে দেখলে খুব খারাপ লাগত। যখন যা চাইত দেওয়া চেষ্টা করতাম। গ্রামের সবাই তাকে আদর করত। আজ ছেলেটা চলে গেল সবাইকে কাঁদিয়ে।’
এ ব্যাপারে নিহত বায়েজিদ মিয়ার চাচা খলিলুর রহমান বলেন, ‘জমিতে গিয়ে দেখি আমার ভাতিজা ধানকাটা মেশিনের নিচে পড়ে আছে। নিচ থেকে বের করে দেখি মরে গেছে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে শিশুটির চাচা খলিলুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সিরাজগঞ্জের কাজীপুরে ধান কাটার সময় কম্বাইন হারভেস্টারের নিচে চাপা পড়ে বায়েজিদ মিয়া (১০) নামের এক এতিম শিশুর মৃত্যু হয়েছে। বায়েজিদ উপজেলার হাটশিরা গ্রামের মৃত ওসমান গনির ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাটশিরা গ্রামে রঞ্জু মিয়ার জমিতে হারভেস্টার দিয়ে ধান কাটছিলেন মজনু মিয়া। এ সময় ধান কাটার দৃশ্য দেখতে শিশুরা ভিড় জমায় আশপাশে। ধান কাটতে কাটতে হারভেস্টার পেছনে নেওয়ার সময় বায়েজিদ চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কম্বাইন হারভেস্টারের চালক মজনু মিয়া বলেন, ‘ধান কাটার সময় বাচ্চারা দৌড়োদৌড়ি করছিল। আমি মেশিন পেছনে দেওয়ার পর দেখি মেশিনের নিচে একটা বাচ্চা পড়েছে। আমি ইচ্ছে করে এই এক্সিডেন্ট করি নাই।’
স্থানীয়রা বলছেন, বায়েজিদের বাবার অপমৃত্যু হয় বছরখানেক আগে। তার কিছুদিন পর মাকেও হারায় সে। আজ সে নিজেই পরপারে। এতিম শিশুটি গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। বিভিন্ন বাড়িতে খাওয়াদাওয়াও করত।
মিলন মিয়া নামের স্থানীয় একজন বলেন, ‘ঘটনার দিন দুপুরেও বায়েজিদ আমার বাড়িতেই ছিল। সে আমার সঙ্গে গরুকে ঘাসও খাইয়েছে। এতিম হওয়ার পর ছেলেটাকে দেখলে খুব খারাপ লাগত। যখন যা চাইত দেওয়া চেষ্টা করতাম। গ্রামের সবাই তাকে আদর করত। আজ ছেলেটা চলে গেল সবাইকে কাঁদিয়ে।’
এ ব্যাপারে নিহত বায়েজিদ মিয়ার চাচা খলিলুর রহমান বলেন, ‘জমিতে গিয়ে দেখি আমার ভাতিজা ধানকাটা মেশিনের নিচে পড়ে আছে। নিচ থেকে বের করে দেখি মরে গেছে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে শিশুটির চাচা খলিলুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে