Ajker Patrika

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে বাধা!

লালপুর (নাটোর) প্রতিনিধি
কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে বাধা!

নাটোরের লালপুরে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে এই দ্বন্দ্ব চলছে।

গত ৫ জানুয়ারি মো. আফজালুর রহমানকে সভাপতি করে ১০ সদস্যের বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেয় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরে গত বুধবার একজন অভিভাবক ওই কমিটি বাতিল চেয়ে বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। 

মাহবুবুর রহমান মিলন নামের স্থানীয় এক ব্যক্তি সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু তিনি সভাপতি হতে না পারায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাঁর অনুসারীরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোসহ বিদ্যালয়ে যেতে নানাভাবে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে শিক্ষক-কর্মচারীরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।

আজ সোমবার সরেজমিন বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, আজ সকালেও বিদ্যালয়ে আসতে বাধা দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত। শিক্ষার্থীরা জানায়, গত সপ্তাহে তারা বিদ্যালয়ে কেউ আসেনি। তখন বিদ্যালয় বন্ধ ছিল। গতকাল রোববার কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, সেপ্টেম্বর মাসে এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে সভা হয়। এরপর অভিভাবক সদস্যদের সম্মতিক্রমে আফজালুর রহমানের নাম প্রস্তাব করে পাঠানো হলে বোর্ড গত ৫ জানুয়ারি তা অনুমোদন দেয়।

আলাউদ্দিন আরও বলেন, স্থানীয় মাহবুবুর রহমান মিলন সভাপতি হতে না পারায় তিনিসহ মো. আব্দুর রশিদ, মো. আব্দুস সাত্তার, মো. আশরাফুল ইসলাম, মো. আকছেদ আলী, রঞ্জিত সরকার মিলে ম্যানেজিং কমিটি গঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে বিদ্যালয়ে আসতে ভয়ভীতি দেখাচ্ছেন।

প্রধান শিক্ষক বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে নিয়মিত দেড় শ জনের মতো উপস্থিত থাকে। কমিটি গঠন নিয়ে মতবিরোধে গত সপ্তাহে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন।

সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মিলন বলেন, প্রধান শিক্ষক নিজের সুবিধা হাসিল করতে দূরের একজনকে সভাপতি করেছেন। স্থানীয়রা কমিটি বাতিল ও প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছে। কমিটি বাতিলের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক গোপনে অভিভাবকদের কাছ থেকে কাগজে স্বাক্ষর নিয়ে একজন অযোগ্য লোককে সভাপতি করেছেন।

আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি ও বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি আফজালুর রহমান বলেন, স্থানীয় এমপির ডিও লেটার নিয়ে তিনি সভাপতি হয়েছেন। কিন্তু এলাকার কিছু লোক ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বাধা দিচ্ছেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, গত দুই মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। নতুন সভাপতি অন্য গ্রামের হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। কমিটির দ্বন্দ্বে শিক্ষার্থীদের ক্ষতি কাম্য নয়।

আড়বাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, প্রশাসনিকভাবে বিষয়টির সমাধান না হলে এলাকায় বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলী আহমেদ বলেন, বিদ্যালয়ের কমিটি নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা শুরু করেছে। তবে কমিটি অনুমোদন কিংবা বাতিল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, কমিটি নিয়ে সমস্যা নীতিমালা অনুযায়ী সমাধান করা হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসতে বাধা দেওয়া ও তাদের পড়াশোনার ক্ষতি কাম্য নয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

এলাকার খবর
Loading...