নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

বাধার মুখে নাটোরের নলডাঙ্গা বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দখলমুক্ত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। পরে নলডাঙ্গা পৌরসভার মেয়রের মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার সকালে চালানো এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।
এদিকে অবৈধ স্থাপনা দখলদারের নিজ খরচে অপসারণ করার লিখিত চুক্তিপত্র করা হয়। সে অনুযায়ী দখলদাররা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করলে পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে পাউবো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাড়ে পাউবোর অধিগ্রহণ করা জায়গায় বাড়ি, দোকান ঘরসহ অন্তত ৪০টি স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল কিছু লোক। স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেয় নাটোর পাউবো কর্তৃপক্ষ। এসব স্থাপনা অপসারণে নোটিশ ও মাইকিং করা হয়। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানের নেতৃত্বে সেই দখলি জমি উদ্ধারে গেলে বাধা দেওয়া হয়। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাগ্বিতণ্ডার পর দুপুরে পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের মধ্যস্থতায় আসন্ন কোরবানি ঈদ পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।
নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান বলেন, আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে জনগণের দাবির মুখে নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মানবিক বিবেচনায় এ উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এসব অবৈধ স্থাপনা অপসারণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তা না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয়। এ সময় নলডাঙ্গা পৌর মেয়রের মধ্যস্থতায় ১ জুলাই পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। এর মধ্যে দখলদাররা নিজ খরচে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করবে বলে অঙ্গীকার করে। কিন্তু এ সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ করা না হলে ১ জুলাইয়ের পর উচ্ছেদ অভিযান চালানো হবে।

বাধার মুখে নাটোরের নলডাঙ্গা বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দখলমুক্ত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। পরে নলডাঙ্গা পৌরসভার মেয়রের মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার সকালে চালানো এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।
এদিকে অবৈধ স্থাপনা দখলদারের নিজ খরচে অপসারণ করার লিখিত চুক্তিপত্র করা হয়। সে অনুযায়ী দখলদাররা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করলে পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে পাউবো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বারনই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাড়ে পাউবোর অধিগ্রহণ করা জায়গায় বাড়ি, দোকান ঘরসহ অন্তত ৪০টি স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল কিছু লোক। স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেয় নাটোর পাউবো কর্তৃপক্ষ। এসব স্থাপনা অপসারণে নোটিশ ও মাইকিং করা হয়। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানের নেতৃত্বে সেই দখলি জমি উদ্ধারে গেলে বাধা দেওয়া হয়। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাগ্বিতণ্ডার পর দুপুরে পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের মধ্যস্থতায় আসন্ন কোরবানি ঈদ পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।
নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান বলেন, আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে জনগণের দাবির মুখে নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মানবিক বিবেচনায় এ উচ্ছেদ অভিযান ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এসব অবৈধ স্থাপনা অপসারণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তা না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদাররা বাধা দেয়। এ সময় নলডাঙ্গা পৌর মেয়রের মধ্যস্থতায় ১ জুলাই পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। এর মধ্যে দখলদাররা নিজ খরচে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করবে বলে অঙ্গীকার করে। কিন্তু এ সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ করা না হলে ১ জুলাইয়ের পর উচ্ছেদ অভিযান চালানো হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে