পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শিপন খানকে (৩০) হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসীরা। আজ সোমবার দুপুরে আমিনপুরের বাঁধেরহাট এলাকায় কাজিরহাট-পাবনা সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা শিপনের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিহত শিপন আমিনপুর থানা এলাকার ঘোপসিলেন্দা গ্রামের মৃত আজিবর খানের ছেলে।
জানা যায়, গত ১৫ মে ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে শিপন খানকে কুপিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরে শিপনের বড় ভাই আলী আকবর নিজে বাদী হয়ে আমিনপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখনো জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন বিদেশ থাকার পরে দেশে এসে সিলেটে মাটিকাটার মেশিনের কাজ করতেন শিপন। ঈদে বাড়িতে আসেন। শিপনের বড় ভাইয়ের স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন প্রতিবেশী একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিল শিপন। এ নিয়ে কিছুদিন ধরে সৌরভ ও তাঁর ভাই সম্রাটের সঙ্গে শিপনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ঘটনার রাতে শিপনকে ছুরিকাঘাত করেন সম্রাট ও তাঁর লোকজন। গুরুতর আহত অবস্থায় শিপনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
বিক্ষোভে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে সবার মাঝে হতাশা নেমে এসেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে