পাবনা ও বেড়া প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শিপন খানকে (৩০) হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসীরা। আজ সোমবার দুপুরে আমিনপুরের বাঁধেরহাট এলাকায় কাজিরহাট-পাবনা সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা শিপনের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিহত শিপন আমিনপুর থানা এলাকার ঘোপসিলেন্দা গ্রামের মৃত আজিবর খানের ছেলে।
জানা যায়, গত ১৫ মে ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে শিপন খানকে কুপিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরে শিপনের বড় ভাই আলী আকবর নিজে বাদী হয়ে আমিনপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখনো জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন বিদেশ থাকার পরে দেশে এসে সিলেটে মাটিকাটার মেশিনের কাজ করতেন শিপন। ঈদে বাড়িতে আসেন। শিপনের বড় ভাইয়ের স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন প্রতিবেশী একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিল শিপন। এ নিয়ে কিছুদিন ধরে সৌরভ ও তাঁর ভাই সম্রাটের সঙ্গে শিপনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ঘটনার রাতে শিপনকে ছুরিকাঘাত করেন সম্রাট ও তাঁর লোকজন। গুরুতর আহত অবস্থায় শিপনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
বিক্ষোভে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে সবার মাঝে হতাশা নেমে এসেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শিপন খানকে (৩০) হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসীরা। আজ সোমবার দুপুরে আমিনপুরের বাঁধেরহাট এলাকায় কাজিরহাট-পাবনা সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা শিপনের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিহত শিপন আমিনপুর থানা এলাকার ঘোপসিলেন্দা গ্রামের মৃত আজিবর খানের ছেলে।
জানা যায়, গত ১৫ মে ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে শিপন খানকে কুপিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরে শিপনের বড় ভাই আলী আকবর নিজে বাদী হয়ে আমিনপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখনো জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন বিদেশ থাকার পরে দেশে এসে সিলেটে মাটিকাটার মেশিনের কাজ করতেন শিপন। ঈদে বাড়িতে আসেন। শিপনের বড় ভাইয়ের স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন প্রতিবেশী একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিল শিপন। এ নিয়ে কিছুদিন ধরে সৌরভ ও তাঁর ভাই সম্রাটের সঙ্গে শিপনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ঘটনার রাতে শিপনকে ছুরিকাঘাত করেন সম্রাট ও তাঁর লোকজন। গুরুতর আহত অবস্থায় শিপনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
বিক্ষোভে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে সবার মাঝে হতাশা নেমে এসেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ মিনিট আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩৭ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
১ ঘণ্টা আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
১ ঘণ্টা আগে