
ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম উদ্দীন তালুকদার। তিনি পিরোজপুর জেলা বিএনপি বরাবর স্বেচ্ছায় অব্যাহতির লিখিত আবেদন জমা দিয়েছেন।
পদত্যাগের বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও পদত্যাগপত্রে তিনি তাঁর দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনে ত্যাগতিতিক্ষা ও আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেছেন।
এদিকে উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা ভিন্ন দাবি করেছেন। তাঁদের ভাষ্য, ইমাম উদ্দীন তালুকদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। নেতাদের অভিযোগ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
পদত্যাগপত্রে মো. ইমাম উদ্দীন তালুকদার উল্লেখ করেন, ‘আমি মুহাম্মদ ইমাম উদ্দীন তালুকদার, দীর্ঘ ২৮ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদী আমলে গত ১৭ বছরে একাধিক মামলার আসামি হয়েছি এবং হামলার শিকার হয়েছি। ব্যক্তিগত কারণে অদ্য দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাজী আনিসুজ্জামান বলেন, ‘দলের সিদ্ধান্ত ও মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে সেটি কখনো ব্যক্তিগত বিষয় হতে পারে না। তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কেন্দ্র ও জেলা নেতৃত্ব অবগত রয়েছে। পদত্যাগের আড়ালে দায় এড়ানোর চেষ্টায় সে অব্যহতি নিয়েছে। সে যে কাজ করছে, এমনিতেই বহিষ্কার হওয়ার যোগ্য।’

নওগাঁর ধামইরহাটে বালু বহনকারী একটি খালি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী-২ সেতুর ঢালে বাসের ধাক্কায় মুরগিবাহী একটি পিকআপ উল্টে পিকআপের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
অটোরিকশাচালক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের একজন চালক মহাসড়কে ওঠার পরপরই কয়েকজন পুলিশ এসে তাঁকে আটকায়। এর পরপরই তাঁকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তাঁর চোখের নিচে মারাত্মক আঘাত লাগে। রক্ত ঝরতে থাকে।
২ ঘণ্টা আগে
শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
৩ ঘণ্টা আগে