পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ বুধবার দুপুরে বিচারক মোহাম্মদ জামাল হোসেন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. বশিরুল আলম। তিনি বলেন, হত্যাচেষ্টা মামলায় ১০ আসামি পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালত চারজনের জামিন নামঞ্জুর ও ছয়জনের জামিন মঞ্জুরের আদেশ দেন।’
কারাগারে যাওয়া আসামিরা হলেন বাউফলের চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা (৫০), শফি হাওলাদার (৪৯), মোহন ভূঁইয়া (৪০) ও লিমন (৩৪)। এর আগে আসামিরা গত ৪ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন। জামিনের সময় শেষে আজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত এই আদেশ দেন।
জানা গেছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপনকে ঘিরে স্থানীয় এমপি আ স ম ফিরোজ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মোতালেবকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় আসামি করা হয় স্থানীয় এমপি আ স ম ফিরোজের ভাতিজা কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা ও চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাসহ ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে। তাঁদের মধ্যে দুই আসামি মো. জাফর (৩৭) ও মো. শামীমকে (৩২) পুলিশ গ্রেপ্তার করলেও পরে তাঁরা আদালত থেকে জামিন নেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আবুল কাসেম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. বশিরুল আলম।

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ বুধবার দুপুরে বিচারক মোহাম্মদ জামাল হোসেন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. বশিরুল আলম। তিনি বলেন, হত্যাচেষ্টা মামলায় ১০ আসামি পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালত চারজনের জামিন নামঞ্জুর ও ছয়জনের জামিন মঞ্জুরের আদেশ দেন।’
কারাগারে যাওয়া আসামিরা হলেন বাউফলের চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা (৫০), শফি হাওলাদার (৪৯), মোহন ভূঁইয়া (৪০) ও লিমন (৩৪)। এর আগে আসামিরা গত ৪ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন। জামিনের সময় শেষে আজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত এই আদেশ দেন।
জানা গেছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপনকে ঘিরে স্থানীয় এমপি আ স ম ফিরোজ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মোতালেবকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় আসামি করা হয় স্থানীয় এমপি আ স ম ফিরোজের ভাতিজা কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা ও চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাসহ ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে। তাঁদের মধ্যে দুই আসামি মো. জাফর (৩৭) ও মো. শামীমকে (৩২) পুলিশ গ্রেপ্তার করলেও পরে তাঁরা আদালত থেকে জামিন নেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আবুল কাসেম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. বশিরুল আলম।

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৩৩ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
১ ঘণ্টা আগে