Ajker Patrika

কলাপাড়ায় বাস উল্টে খাদে, নিহত ১ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় বাস উল্টে খাদে, নিহত ১ 

পটুয়াখালীর কলাপাড়ায় বাস উল্টে খাদে পরে মামুন (৩৫) নামের এক সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী। আহতদের মধ্যে পাঁচজনকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ সোমবার দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের মোহাম্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মামুন দুমকী উপজেলার লেবুখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী আল মামুন জানান, আল্লাহর রহমত নামের বাসটি বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি একটি অটো ওভারটেক করতে গিয়ে উল্টে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির সহযোগীর মৃত্যু হয়। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, বাসচালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত