ঈশ্বরদীর (পাবনা) প্রতিনিধি

রাজবাড়ী স্টেশনে প্রাচীর নির্মাণকাজের সময় পৌর কাউন্সিলরের হাতে এক রেল কর্মকর্তা ও কর্মচারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রেলওয়ে কর্মচারীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে পাকশী রেল বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তাঁরা প্রতিবাদ সমাবেশে কোনো বক্তব্য দেননি।
মিছিলকারীরা ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে যাত্রীবাহী মধুমতি, মহানন্দা ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে কিছু সময় বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে প্ল্যাটফর্মে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন রেল কর্মচারী নাসির উদ্দিন ও শাহনেওয়াজ জুয়েলসহ অনেকে।
এ সময় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আবু তৌহির সুমন ও ঈশ্বরদী জংশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা পাকশীর দুজন রেল কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জনিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ঈশ্বরদী জংশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন। জানা গেছে, দীর্ঘদিনের পায়ে চলার পথ বন্ধ করে দিয়ে রাজবাড়ী রেলস্টেশনে সীমানায় প্রাচীর তৈরি করায় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত সোমবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী ওই রেলস্টেশনের অ্যাকসেস কন্ট্রোল ফেন্সিং কাজ পরিদর্শনের কথা ছিল। এ জন্য সোমবার সকালে রাজবাড়ী স্টেশন ইয়ার্ডের সূর্যনগর অভিমুখের ৮৩ নম্বর সেতুর ৪ নম্বর লুপলাইনে ফেন্সিংয়ের কাজ দেখাশোনা কাজ করছিলেন দুজন কর্মকর্তা-কর্মচারী। এ সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল রহমান পলাশসহ ১০-১২ জন এলাকাবাসী ঘটনাস্থলে এসে রেলের ওই দুজন কর্মকর্তা-কর্মচারীকে প্রাচীর নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বাধা, গালিগালাজ ও ধাক্কা দেন।
এ ঘটনায় সোমবার রাতেই রাজবাড়ী রেল থানায় মামলা করেন রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। ওই মামলায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা।
প্রকৌশলী গৌতম বিশ্বাস মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, এজাহারের পর পুলিশ শান্ত গোস্বামীকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি রাজবাড়ীর ভাবানীপুর এলাকায়।

রাজবাড়ী স্টেশনে প্রাচীর নির্মাণকাজের সময় পৌর কাউন্সিলরের হাতে এক রেল কর্মকর্তা ও কর্মচারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রেলওয়ে কর্মচারীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে পাকশী রেল বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তাঁরা প্রতিবাদ সমাবেশে কোনো বক্তব্য দেননি।
মিছিলকারীরা ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে যাত্রীবাহী মধুমতি, মহানন্দা ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে কিছু সময় বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে প্ল্যাটফর্মে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন রেল কর্মচারী নাসির উদ্দিন ও শাহনেওয়াজ জুয়েলসহ অনেকে।
এ সময় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আবু তৌহির সুমন ও ঈশ্বরদী জংশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা পাকশীর দুজন রেল কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জনিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ঈশ্বরদী জংশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন। জানা গেছে, দীর্ঘদিনের পায়ে চলার পথ বন্ধ করে দিয়ে রাজবাড়ী রেলস্টেশনে সীমানায় প্রাচীর তৈরি করায় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত সোমবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী ওই রেলস্টেশনের অ্যাকসেস কন্ট্রোল ফেন্সিং কাজ পরিদর্শনের কথা ছিল। এ জন্য সোমবার সকালে রাজবাড়ী স্টেশন ইয়ার্ডের সূর্যনগর অভিমুখের ৮৩ নম্বর সেতুর ৪ নম্বর লুপলাইনে ফেন্সিংয়ের কাজ দেখাশোনা কাজ করছিলেন দুজন কর্মকর্তা-কর্মচারী। এ সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল রহমান পলাশসহ ১০-১২ জন এলাকাবাসী ঘটনাস্থলে এসে রেলের ওই দুজন কর্মকর্তা-কর্মচারীকে প্রাচীর নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বাধা, গালিগালাজ ও ধাক্কা দেন।
এ ঘটনায় সোমবার রাতেই রাজবাড়ী রেল থানায় মামলা করেন রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। ওই মামলায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা।
প্রকৌশলী গৌতম বিশ্বাস মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, এজাহারের পর পুলিশ শান্ত গোস্বামীকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি রাজবাড়ীর ভাবানীপুর এলাকায়।

বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে জনপ্রতিনিধিদের জরুরি সভা হয়। সভা শেষে মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহীদকে ‘মব’ করে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যুবক হেনস্তা করেন এবং আটক করে থানায় সোপর্দ করেন।
৫ মিনিট আগে
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল।
২১ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
১ ঘণ্টা আগে