ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার পিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পিয়ারপুর মোড়ে সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা-কর্মীরা ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এর আগে থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফের পক্ষে ভোটের প্রচারণায় লিফলেট বিতরণের জন্য একই এলাকার ওয়ার্ড আওয়ামী কার্যালয়ে দলীয় সমর্থকেরা অবস্থান করছিলেন।
এ সময় আওয়ামী লীগের কয়েকজন কর্মী-সমর্থক বিএনপির নেতা-কর্মীদের লিফলেট বিতরণে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া করে তাড়িয়ে দেয়। তাড়া খেয়ে বিএনপির সমর্থকেরা কিছুক্ষণ পর মিছিল নিয়ে পিয়ারপুর মোড়ে জড়ো হয়ে সরকার ও নির্বাচনের বিরুদ্ধে স্লোগান দেয়। একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ করে তারা চলে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরপরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে পুলিশের কাছে প্রতিবাদ জানায়। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক লিটন এ ঘটনায় বিএনপিকে দায়ী করে বলেন, ‘অস্ত্রশস্ত্র নিয়ে এসে বিএনপি জনগণের ভীতি সঞ্চার সৃষ্টি করে ককটেল ও গুলি চালিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।’
ঘটনা প্রসঙ্গে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘আমরা জেনেছি নাশকতার পরিকল্পনায় বিএনপি পিয়ারপুর মোড়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের নমুনা ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছি। এলাকায় পুলিশি পাহারা জোরদার করা হচ্ছে।’

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার পিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পিয়ারপুর মোড়ে সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা-কর্মীরা ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এর আগে থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফের পক্ষে ভোটের প্রচারণায় লিফলেট বিতরণের জন্য একই এলাকার ওয়ার্ড আওয়ামী কার্যালয়ে দলীয় সমর্থকেরা অবস্থান করছিলেন।
এ সময় আওয়ামী লীগের কয়েকজন কর্মী-সমর্থক বিএনপির নেতা-কর্মীদের লিফলেট বিতরণে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া করে তাড়িয়ে দেয়। তাড়া খেয়ে বিএনপির সমর্থকেরা কিছুক্ষণ পর মিছিল নিয়ে পিয়ারপুর মোড়ে জড়ো হয়ে সরকার ও নির্বাচনের বিরুদ্ধে স্লোগান দেয়। একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ করে তারা চলে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরপরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে পুলিশের কাছে প্রতিবাদ জানায়। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক লিটন এ ঘটনায় বিএনপিকে দায়ী করে বলেন, ‘অস্ত্রশস্ত্র নিয়ে এসে বিএনপি জনগণের ভীতি সঞ্চার সৃষ্টি করে ককটেল ও গুলি চালিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।’
ঘটনা প্রসঙ্গে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘আমরা জেনেছি নাশকতার পরিকল্পনায় বিএনপি পিয়ারপুর মোড়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের নমুনা ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছি। এলাকায় পুলিশি পাহারা জোরদার করা হচ্ছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে