পাবনা প্রতিনিধি
পাবনায় গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, এ ঘটনায় থানার উপ–পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে আজ সকালে একটি মামলা করেছেন। মামলায় ৬৪ জন নামীয় ও অজ্ঞাতনামা দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। পরে তাঁর অনুসারী ও সমর্থকেরা পুলিশের ওপর হামলা করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি থানা–পুলিশের।
সুজানগর থানার ওসি জানান, এ ঘটনায় রোববার রাতে যৌথবাহিনীর অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ ও ভিডিও ফুটেজে শনাক্ত করার পর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।
এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরা। রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তাঁরা বিক্ষোভ করেন।
সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব গত জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

পাবনায় গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, এ ঘটনায় থানার উপ–পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে আজ সকালে একটি মামলা করেছেন। মামলায় ৬৪ জন নামীয় ও অজ্ঞাতনামা দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। পরে তাঁর অনুসারী ও সমর্থকেরা পুলিশের ওপর হামলা করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি থানা–পুলিশের।
সুজানগর থানার ওসি জানান, এ ঘটনায় রোববার রাতে যৌথবাহিনীর অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ ও ভিডিও ফুটেজে শনাক্ত করার পর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।
এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরা। রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তাঁরা বিক্ষোভ করেন।
সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব গত জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
২১ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে