পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুরায় শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে যুবদলের সাবেক এক নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে দেওয়া তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পোস্টটি তিনি ডিলিট করেন।
সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব ফেসবুকে লেখেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ তাঁর এই পোস্ট দেওয়ার পর দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়রা তাঁকে নিয়ে সমালোচনা করছেন। কেউ তাঁর এ বক্তব্যকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন।
মো. জহির নামের একজন রাজিবের ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এই কথাটার মানে জানতে চাই।’
রাজিব ভাঙ্গুরা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে কোনো কমিটি নেই। পেশায় পিকআপচালক হলেও তিনি রাজনীতিতে সক্রিয়। তাঁর বিরুদ্ধে এর আগে চাঁদাবাজির অভিযোগও উঠেছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানো রাজিবকে এ ফেসবুক পোস্ট আবারও আলোচনায় আনল।
এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটার দোকানে ভুল হয়ে গেছে, বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত।’
ভাঙ্গুরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখন শোনলাম, খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
আরও খবর পড়ুন:

পাবনার ভাঙ্গুরায় শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে যুবদলের সাবেক এক নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে দেওয়া তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পোস্টটি তিনি ডিলিট করেন।
সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব ফেসবুকে লেখেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ তাঁর এই পোস্ট দেওয়ার পর দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়রা তাঁকে নিয়ে সমালোচনা করছেন। কেউ তাঁর এ বক্তব্যকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন।
মো. জহির নামের একজন রাজিবের ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এই কথাটার মানে জানতে চাই।’
রাজিব ভাঙ্গুরা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে কোনো কমিটি নেই। পেশায় পিকআপচালক হলেও তিনি রাজনীতিতে সক্রিয়। তাঁর বিরুদ্ধে এর আগে চাঁদাবাজির অভিযোগও উঠেছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানো রাজিবকে এ ফেসবুক পোস্ট আবারও আলোচনায় আনল।
এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটার দোকানে ভুল হয়ে গেছে, বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত।’
ভাঙ্গুরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখন শোনলাম, খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
আরও খবর পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে