নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিকদের গালাগাল ও হুমকি দিয়ে এক নারী চিকিৎসকের কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক জয়ন্তী রানী ধরের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে।
ভিডিওতে উত্তেজিত ওই চিকিৎসককে বলতে শোনা যায়, ‘আপনারা সাংবাদিকেরা আমার কিছুই করতে পারবেন না। ডাক্তার জয়ন্ত রানীকে আপনারা চিনেন না। আমার স্বামী মন্ত্রীর কাছের লোক, স্বামীর ছোট ভাই ডিআইজি। দাঁড়াও তাকে ফোন করে আপনাদের পুলিশে ধরিয়ে দেব।’ এই সময় সাংবাদিকদের সামনেই রোগীর ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন তিনি।
জয়ন্ত রানী ধর বর্তমানে রাজধানীর একটি সরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক। ৮-৯ বছর আগে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বদলি হয়ে অন্যত্র চলে গেলেও সরকারি ছুটির দিনে দুর্গাপুরে এসে রোগী দেখেন।
রোগীর স্বজন ও উপস্থিত সাংবাদিকেরা জানান, শুক্রবার (২২ মার্চ) বিকেলে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন চিকিৎসক জয়ন্তী রানী ধর। এ সময় তিনি করোনার সময়ের মতো অনেক দূর থেকে রোগীদের সঙ্গে কথা বলে রোগের কারণ জানার চেষ্টা করেন। রোগীরা এতে অসন্তুষ্ট হলে তিনি তাদের গালমন্দ করেন।
ওই সময় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে জয়ন্তী রানীর কাছে যান দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. জামাল তালুকদার। তবে চেম্বারে দূর থেকে রোগী দেখতে গেলে চিকিৎসককে রোগীর কাছে এসে দেখার অনুরোধ করেন সাংবাদিক।
এতে ক্ষিপ্ত হন চিকিৎসক জয়ন্তী রানী। রীতিমতো তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসব শুনে অন্য সাংবাদিকেরা তাঁর চেম্বারে প্রবেশ করে এর কারণ জানতে চাইলে তিনি আরও রেগে যান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার চেম্বারে কেন এসেছেন? আপনারা সাংবাদিকেরা আমার কিছুই করতে পারবেন না। ডাক্তার জয়ন্ত রানীকে আপনারা চিনেন না। আমার স্বামী মন্ত্রীর কাছের লোক, স্বামীর ছোট ভাই ডিআইজি। দাঁড়াও তাকে ফোন করে আপনাদের পুলিশে ধরিয়ে দেব।’ এই সময় সাংবাদিকদের সামনেই রোগীর ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন তিনি। পরে তাঁরা চেম্বার থেকে চলে আসেন।
তবে চিকিৎসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জয়ন্তী রানী ধরকে সাংবাদিকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কী ছিঁড়বেন, ছিঁড়েন গিয়ে আমার। দুর্গাপুরের সব সাংবাদিকদের আমার চেনা আছে। এর আগেও ময়মনসিংহে কেউ কিছু করতে পারেনি। ডাক্তার জয়ন্তী রানীকে আপনারা চিনেননি। আমি তিন মাস থেকেই ময়মনসিংহে থেকে চলে গেছি। যা আর কেউ পারেনি। আপনারা আমার চেম্বারে আসার সাহস পেয়েছেন কোথা থেকে। আমার স্বামীর ছোট ভাই ডিআইজি। মন্ত্রীরও কাছের লোক। আমি এখনই ডিআইজিকে ফোন দিচ্ছি। আপনাদের পুলিশে ধরিয়ে দেব।’
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. জামাল তালুকদার বলেন, ‘বিকেলে স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য যাই জয়ন্ত রানীর কাছে। এর আগে ৭০০ টাকা ভিজিট দিয়ে টোকেন সংগ্রহ করি। চেম্বারে ঢুকে দেখি তিনি রোগীদের অনেক দূরে বসে থেকে নানা প্রশ্ন করছেন। কাছে এসে রোগীকে দেখে বিস্তারিত জানার অনুরোধ জানাই। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এসব শুনে অন্য সাংবাদিকেরা ছুটে আসেন। এতে আরও ক্ষিপ্ত হন জয়ন্ত রানী।’
তিনি আরও বলেন, একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। পেশার সঙ্গে তাঁর এই আচরণ বেমানান।
স্থানীয়রা জানান, ডাক্তার জয়ন্তী রানী ধর প্রায়ই রোগীদের সঙ্গে অশালীন আচরণ, গালমন্দ করেন। অভিযোগ রয়েছে নানা সময় চিকিৎসার নামে অপচিকিৎসা করে আসছেন তিনি। সিজারিয়ান অপারেশন করতে গিয়ে রোগী ও নবজাতক হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২০২২ সালের ১২ আগস্ট সিজারিয়ান অপারেশনের পরপরই এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে জয়ন্তী রানী ধরের বিরুদ্ধে। পরে টাকা-পয়সা দিয়ে তা মীমাংসা করেন। ওই ঘটনার নিহত প্রসূতির চম্পা আক্তার উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ফুরকান মিয়ার স্ত্রী। এমন অনেক অভিযোগ থাকলেও বিভিন্ন নানা প্রভাব খাঁটিয়ে তিনি পার পেয়ে যান।
এ নিয়ে জানতে চাইলে ডাক্তার জয়ন্তী রানী ধর বিষয়টি স্বীকার করে বলেন, ‘উত্তেজিত হয়ে এ রকম আচরণ করেছি। এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিকদের গালাগাল ও হুমকি দিয়ে এক নারী চিকিৎসকের কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক জয়ন্তী রানী ধরের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে।
ভিডিওতে উত্তেজিত ওই চিকিৎসককে বলতে শোনা যায়, ‘আপনারা সাংবাদিকেরা আমার কিছুই করতে পারবেন না। ডাক্তার জয়ন্ত রানীকে আপনারা চিনেন না। আমার স্বামী মন্ত্রীর কাছের লোক, স্বামীর ছোট ভাই ডিআইজি। দাঁড়াও তাকে ফোন করে আপনাদের পুলিশে ধরিয়ে দেব।’ এই সময় সাংবাদিকদের সামনেই রোগীর ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন তিনি।
জয়ন্ত রানী ধর বর্তমানে রাজধানীর একটি সরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক। ৮-৯ বছর আগে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বদলি হয়ে অন্যত্র চলে গেলেও সরকারি ছুটির দিনে দুর্গাপুরে এসে রোগী দেখেন।
রোগীর স্বজন ও উপস্থিত সাংবাদিকেরা জানান, শুক্রবার (২২ মার্চ) বিকেলে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন চিকিৎসক জয়ন্তী রানী ধর। এ সময় তিনি করোনার সময়ের মতো অনেক দূর থেকে রোগীদের সঙ্গে কথা বলে রোগের কারণ জানার চেষ্টা করেন। রোগীরা এতে অসন্তুষ্ট হলে তিনি তাদের গালমন্দ করেন।
ওই সময় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে জয়ন্তী রানীর কাছে যান দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. জামাল তালুকদার। তবে চেম্বারে দূর থেকে রোগী দেখতে গেলে চিকিৎসককে রোগীর কাছে এসে দেখার অনুরোধ করেন সাংবাদিক।
এতে ক্ষিপ্ত হন চিকিৎসক জয়ন্তী রানী। রীতিমতো তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসব শুনে অন্য সাংবাদিকেরা তাঁর চেম্বারে প্রবেশ করে এর কারণ জানতে চাইলে তিনি আরও রেগে যান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার চেম্বারে কেন এসেছেন? আপনারা সাংবাদিকেরা আমার কিছুই করতে পারবেন না। ডাক্তার জয়ন্ত রানীকে আপনারা চিনেন না। আমার স্বামী মন্ত্রীর কাছের লোক, স্বামীর ছোট ভাই ডিআইজি। দাঁড়াও তাকে ফোন করে আপনাদের পুলিশে ধরিয়ে দেব।’ এই সময় সাংবাদিকদের সামনেই রোগীর ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন তিনি। পরে তাঁরা চেম্বার থেকে চলে আসেন।
তবে চিকিৎসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জয়ন্তী রানী ধরকে সাংবাদিকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কী ছিঁড়বেন, ছিঁড়েন গিয়ে আমার। দুর্গাপুরের সব সাংবাদিকদের আমার চেনা আছে। এর আগেও ময়মনসিংহে কেউ কিছু করতে পারেনি। ডাক্তার জয়ন্তী রানীকে আপনারা চিনেননি। আমি তিন মাস থেকেই ময়মনসিংহে থেকে চলে গেছি। যা আর কেউ পারেনি। আপনারা আমার চেম্বারে আসার সাহস পেয়েছেন কোথা থেকে। আমার স্বামীর ছোট ভাই ডিআইজি। মন্ত্রীরও কাছের লোক। আমি এখনই ডিআইজিকে ফোন দিচ্ছি। আপনাদের পুলিশে ধরিয়ে দেব।’
দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. জামাল তালুকদার বলেন, ‘বিকেলে স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য যাই জয়ন্ত রানীর কাছে। এর আগে ৭০০ টাকা ভিজিট দিয়ে টোকেন সংগ্রহ করি। চেম্বারে ঢুকে দেখি তিনি রোগীদের অনেক দূরে বসে থেকে নানা প্রশ্ন করছেন। কাছে এসে রোগীকে দেখে বিস্তারিত জানার অনুরোধ জানাই। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এসব শুনে অন্য সাংবাদিকেরা ছুটে আসেন। এতে আরও ক্ষিপ্ত হন জয়ন্ত রানী।’
তিনি আরও বলেন, একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। পেশার সঙ্গে তাঁর এই আচরণ বেমানান।
স্থানীয়রা জানান, ডাক্তার জয়ন্তী রানী ধর প্রায়ই রোগীদের সঙ্গে অশালীন আচরণ, গালমন্দ করেন। অভিযোগ রয়েছে নানা সময় চিকিৎসার নামে অপচিকিৎসা করে আসছেন তিনি। সিজারিয়ান অপারেশন করতে গিয়ে রোগী ও নবজাতক হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২০২২ সালের ১২ আগস্ট সিজারিয়ান অপারেশনের পরপরই এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে জয়ন্তী রানী ধরের বিরুদ্ধে। পরে টাকা-পয়সা দিয়ে তা মীমাংসা করেন। ওই ঘটনার নিহত প্রসূতির চম্পা আক্তার উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ফুরকান মিয়ার স্ত্রী। এমন অনেক অভিযোগ থাকলেও বিভিন্ন নানা প্রভাব খাঁটিয়ে তিনি পার পেয়ে যান।
এ নিয়ে জানতে চাইলে ডাক্তার জয়ন্তী রানী ধর বিষয়টি স্বীকার করে বলেন, ‘উত্তেজিত হয়ে এ রকম আচরণ করেছি। এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে