বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে একজনকে মারধর করে চারটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য গরুগুলো নেওয়া হচ্ছিল। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বিষয়টি নিশ্চিত করেন।
আহত ব্যক্তির নাম দবির উদ্দিন (৫৬)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা সারিকাজী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। আটক ট্রাকচালক পাবনা জেলার চাটমোহর উপজেলা মধুরাপুর গ্রামের আব্দুল আলীম (৩২) এবং চালকের সহকারী আনকুটিয়া গ্রামের স্বাধীন হোসেন (২০)।
আহত দবির উদ্দিন বলেন, ‘উপজেলার রাজাপুর বাজারের শাজাহান কবির সাজুর চারটি গরু কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে যাওয়ার পর উল্টো পাশ থেকে একটি ট্রাক আসে। তখন আমাদের ট্রাক নিচের রাস্তায় নামিয়ে দেয়। ওই ট্রাকের লোকেরা আমাদের ট্রাক থেকে গরু ওই ট্রাকে তুলতে থাকে। আমি বাধা দিলে আমার চোখেমুখে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মারধর করে গাছের সঙ্গে বেঁধে পিস্তল ধরে রাখে। পরে ট্রাক নিয়ে চলে গেলে আমি মুখ দিয়ে হাতের বাঁধন খুলে পাশের বাড়িতে যাই। তারাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।’
দবির উদ্দিন আরও বলেন, ‘আমার ট্রাক থামিয়ে চালক ও চালকের সহকারী দূরে চলে যায়। আমার ধারণা, এ ঘটনার সঙ্গে তারা জড়িত আছে।’
গরুর মালিক শাজাহান কবির সাজু বলেন, ‘কোরবানি উপলক্ষে চারটি গরু ৬ লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনে ট্রাকে করে দবির উদ্দিনের মাধ্যমে শনিবার রাতে ঢাকায় বিক্রি করার জন্য পাঠিয়েছিলাম। আমার ধারণা, ট্রাকের চালক ও তাঁর সহকারীকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে আমার গরু উদ্ধার করা যাবে। কোরবানি উপলক্ষে লাভের আশার আমরা ঢাকায় গরু নিয়ে যাই। এভাবে যদি গরু ডাকাতি হয়, আমরা পথে বসে যাব। আমরা রাস্তায় নিরাপত্তা চাই।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব দ্রুত খোয়া যাওয়া গরু উদ্ধার করতে সক্ষম হব।’

নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে একজনকে মারধর করে চারটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য গরুগুলো নেওয়া হচ্ছিল। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বিষয়টি নিশ্চিত করেন।
আহত ব্যক্তির নাম দবির উদ্দিন (৫৬)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা সারিকাজী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। আটক ট্রাকচালক পাবনা জেলার চাটমোহর উপজেলা মধুরাপুর গ্রামের আব্দুল আলীম (৩২) এবং চালকের সহকারী আনকুটিয়া গ্রামের স্বাধীন হোসেন (২০)।
আহত দবির উদ্দিন বলেন, ‘উপজেলার রাজাপুর বাজারের শাজাহান কবির সাজুর চারটি গরু কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে যাওয়ার পর উল্টো পাশ থেকে একটি ট্রাক আসে। তখন আমাদের ট্রাক নিচের রাস্তায় নামিয়ে দেয়। ওই ট্রাকের লোকেরা আমাদের ট্রাক থেকে গরু ওই ট্রাকে তুলতে থাকে। আমি বাধা দিলে আমার চোখেমুখে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মারধর করে গাছের সঙ্গে বেঁধে পিস্তল ধরে রাখে। পরে ট্রাক নিয়ে চলে গেলে আমি মুখ দিয়ে হাতের বাঁধন খুলে পাশের বাড়িতে যাই। তারাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।’
দবির উদ্দিন আরও বলেন, ‘আমার ট্রাক থামিয়ে চালক ও চালকের সহকারী দূরে চলে যায়। আমার ধারণা, এ ঘটনার সঙ্গে তারা জড়িত আছে।’
গরুর মালিক শাজাহান কবির সাজু বলেন, ‘কোরবানি উপলক্ষে চারটি গরু ৬ লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনে ট্রাকে করে দবির উদ্দিনের মাধ্যমে শনিবার রাতে ঢাকায় বিক্রি করার জন্য পাঠিয়েছিলাম। আমার ধারণা, ট্রাকের চালক ও তাঁর সহকারীকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে আমার গরু উদ্ধার করা যাবে। কোরবানি উপলক্ষে লাভের আশার আমরা ঢাকায় গরু নিয়ে যাই। এভাবে যদি গরু ডাকাতি হয়, আমরা পথে বসে যাব। আমরা রাস্তায় নিরাপত্তা চাই।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব দ্রুত খোয়া যাওয়া গরু উদ্ধার করতে সক্ষম হব।’

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে