নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে রোজার শুরুতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। এতে করে প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কেন নিত্যপণ্যের দাম এত বাড়ছে এ প্রশ্ন ক্রেতাদের মাঝে।
ক্রেতাদের অভিযোগ—জবাবদিহির কোনো বালাই নেই ব্যবসায়ীদের। নিয়মিত বাজার মনিটরিং থাকলে দাম বাড়ানোর সাহস পেতেন না বিক্রেতারা।
এদিকে বিক্রেতারা বলছেন বেশি দামে পণ্য কিনতে হয় তাই বেশি দামেই বিক্রি করছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর সদর উপজেলা বাজারে সরেজমিনে দেখা যায়, রমজান উপলক্ষে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা তরকারির। দুই দিন আগেও যেখানে বেগুন বিক্রি হচ্ছিল ৩০ টাকা কেজি, সেই বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা । শসা ২০ টাকার পরিবর্তে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা কেজি ৬০, আলু ৩৫ এবং টমেটো ২৫ টাকা করে বিক্রি হচ্ছে।
মসলার মধ্যে দারুচিনি ৩৪০, এলাচ (কালো) ৯৫০, রসুন ২৭০, পেঁয়াজ ৩৫, আদা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ দিকে মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত বেসন বিক্রি হচ্ছে ৮০ টাকা, সয়াবিন (খোলা) ১৮০ টাকা, ছোলা ৮৫ টাকায়।
গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে, গত তিন দিনের ব্যবধানে সোনালি মুরগির দাম ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি, দেশি মুরগি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৭০ টাকা কেজি দরে। বাজারে মরিয়ম বিবি নামের একজন ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, রমজান আসলে পণ্যের দাম বাড়বে এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বিক্রেতারা যেভাবে দাম হাঁকাচ্ছেন তাতে সাধারণ মানুষের পক্ষে কেনা কষ্টকর হয়ে পড়ছে। প্রশাসনের বাজারের ওপর নজরদারি না বাড়ালে বিপদেই পড়তে হবে।
মাসুদ রানা নামের অপর এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, বাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে তাতে পুরো রমজান কীভাবে পাড়ি দেওয়া যাবে তা নিয়ে ভাবতে হচ্ছে।
বাজারে সবজি বিক্রেতা সাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মান্দা উপজেলার দেলুয়াবাড়ী থেকে কাঁচা তরকারি পাইকারি নিয়ে আসি। তরকারির মোকামে দাম বাড়ায় এবং পরিবহন খরচের কারণে শসা, বেগুন বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
মুরগি ব্যবসায়ী আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দেশি মুরগি গ্রাম থেকে কিনতে হয় বেশি দামে, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।’
বাজার সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘কাঁচাবাজারে পণ্যের দাম বাড়লেও ডাল, চিনি, বেসন, ছোলার দাম আগের তুলনায় কম রয়েছে। রমজানজুড়ে এসব পণ্যের দাম না বাড়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর নিয়ামতপুরে রোজার শুরুতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। এতে করে প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কেন নিত্যপণ্যের দাম এত বাড়ছে এ প্রশ্ন ক্রেতাদের মাঝে।
ক্রেতাদের অভিযোগ—জবাবদিহির কোনো বালাই নেই ব্যবসায়ীদের। নিয়মিত বাজার মনিটরিং থাকলে দাম বাড়ানোর সাহস পেতেন না বিক্রেতারা।
এদিকে বিক্রেতারা বলছেন বেশি দামে পণ্য কিনতে হয় তাই বেশি দামেই বিক্রি করছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর সদর উপজেলা বাজারে সরেজমিনে দেখা যায়, রমজান উপলক্ষে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা তরকারির। দুই দিন আগেও যেখানে বেগুন বিক্রি হচ্ছিল ৩০ টাকা কেজি, সেই বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা । শসা ২০ টাকার পরিবর্তে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা কেজি ৬০, আলু ৩৫ এবং টমেটো ২৫ টাকা করে বিক্রি হচ্ছে।
মসলার মধ্যে দারুচিনি ৩৪০, এলাচ (কালো) ৯৫০, রসুন ২৭০, পেঁয়াজ ৩৫, আদা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ দিকে মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত বেসন বিক্রি হচ্ছে ৮০ টাকা, সয়াবিন (খোলা) ১৮০ টাকা, ছোলা ৮৫ টাকায়।
গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে, গত তিন দিনের ব্যবধানে সোনালি মুরগির দাম ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি, দেশি মুরগি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৭০ টাকা কেজি দরে। বাজারে মরিয়ম বিবি নামের একজন ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, রমজান আসলে পণ্যের দাম বাড়বে এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বিক্রেতারা যেভাবে দাম হাঁকাচ্ছেন তাতে সাধারণ মানুষের পক্ষে কেনা কষ্টকর হয়ে পড়ছে। প্রশাসনের বাজারের ওপর নজরদারি না বাড়ালে বিপদেই পড়তে হবে।
মাসুদ রানা নামের অপর এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, বাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে তাতে পুরো রমজান কীভাবে পাড়ি দেওয়া যাবে তা নিয়ে ভাবতে হচ্ছে।
বাজারে সবজি বিক্রেতা সাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মান্দা উপজেলার দেলুয়াবাড়ী থেকে কাঁচা তরকারি পাইকারি নিয়ে আসি। তরকারির মোকামে দাম বাড়ায় এবং পরিবহন খরচের কারণে শসা, বেগুন বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
মুরগি ব্যবসায়ী আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দেশি মুরগি গ্রাম থেকে কিনতে হয় বেশি দামে, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।’
বাজার সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘কাঁচাবাজারে পণ্যের দাম বাড়লেও ডাল, চিনি, বেসন, ছোলার দাম আগের তুলনায় কম রয়েছে। রমজানজুড়ে এসব পণ্যের দাম না বাড়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে