নওগাঁ প্রতিনিধি

সমাজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়া নেওয়ার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছ।
আজ রোববার সকালে র্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) এবং পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।
র্যাব কর্মকর্তা মোস্তফা জামান জানান, ২০১৬ সাল থেকে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছেন। এর মধ্যে নাজমুল হক মূল হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তাঁর সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন।
২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নামে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরে জয়পুরহাটের আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে ভুয়া নিয়োগপত্রের বিষয়টি জানতে পারেন শহিদুল। এরপর তিনি জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে র্যাব-৫-এর একটি দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।
র্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান আরও জানান, গ্রেপ্তার নাজমুল হক সমাজসেবা অফিসে পিয়নের চাকরি করতেন। এখন তিনি অবসরে গেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।

সমাজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়া নেওয়ার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছ।
আজ রোববার সকালে র্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) এবং পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।
র্যাব কর্মকর্তা মোস্তফা জামান জানান, ২০১৬ সাল থেকে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছেন। এর মধ্যে নাজমুল হক মূল হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তাঁর সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন।
২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নামে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরে জয়পুরহাটের আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে ভুয়া নিয়োগপত্রের বিষয়টি জানতে পারেন শহিদুল। এরপর তিনি জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে র্যাব-৫-এর একটি দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।
র্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান আরও জানান, গ্রেপ্তার নাজমুল হক সমাজসেবা অফিসে পিয়নের চাকরি করতেন। এখন তিনি অবসরে গেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৩৮ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৪১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
২ ঘণ্টা আগে