নওগাঁ প্রতিনিধি

উত্তরের জেলা নওগাঁয় গত দুই দিনের তুলনায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতল বাতাস তীব্রতা ও ঘন কুয়াশার দাপট কমেনি। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে শীতার্ত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সকালে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার এ জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি। সেই হিসাবে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৮ ডিগ্রি। তবে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে তেমন তাপ অনুভূত হচ্ছে না।
সরেজমিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ১৫-২০ মিটার দূর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। সড়কে গাড়িগুলো ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে। রাস্তার ধারের চায়ের দোকানে জটলা করে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমজীবী মানুষ।
তাজের মোড়ে রিকশাচালক নুরুল হক বলেন, ‘সকালের এই ঠান্ডায় রিকশা চালানো যায় না। হাতে-পায়ে ব্যথা লাগে। আবার কুয়াশার জন্য যাত্রীরাও কম বের হয়েছে।’
জেলা সদরের নিকটস্থ এলাকা ফতেপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় মাঠের ফসল আর্দ্রতায় ভিজে রয়েছে। কৃষক শামসুল আলম বলেন, ‘টানা শীত কুয়াশা শুরু হয়েছে। এই কুয়াশায় ফসল ভালো থাকছে না। আবার কাজ করতে গেলে হাত-পা জমে যায়।’
মাস্টার পাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তাপমাত্রা একটু বেড়েছে শুনেছি, কিন্তু আমরা তেমন কোনো পার্থক্য বুঝতে পারছি না। কুয়াশায় চারপাশ ঝাপসা থাকে। কাজে যেতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে।’
মেরিল্যান্ড পাড়ার গৃহিণী তাসলিমা বলেন, ‘আমাদের ছোট ঘরে গরম কাপড় কম। রাতে শিশুদের নিয়ে চিন্তায় থাকি। ঠান্ডাজনিত অসুখ যেন আরও না বাড়ে, সে নিয়ে দুশ্চিন্তায় থাকি।’
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার তাপমাত্রা রেকর্ড ছিল ১০ দশমিক ৬ এবং শনিবার ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে।’
এ দিকে শীতের এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে নওগাঁর জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে শীত ও কুয়াশার প্রকোপ বেড়েছে। আমরা ইতিমধ্যে শীতার্ত মানুষের সাহায্যের উদ্যোগ নিয়েছি। বরাদ্দ পেলেই শীতবস্ত্র বিতরণ শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

উত্তরের জেলা নওগাঁয় গত দুই দিনের তুলনায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতল বাতাস তীব্রতা ও ঘন কুয়াশার দাপট কমেনি। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে শীতার্ত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সকালে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার এ জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি। সেই হিসাবে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৮ ডিগ্রি। তবে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে তেমন তাপ অনুভূত হচ্ছে না।
সরেজমিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ১৫-২০ মিটার দূর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। সড়কে গাড়িগুলো ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে। রাস্তার ধারের চায়ের দোকানে জটলা করে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমজীবী মানুষ।
তাজের মোড়ে রিকশাচালক নুরুল হক বলেন, ‘সকালের এই ঠান্ডায় রিকশা চালানো যায় না। হাতে-পায়ে ব্যথা লাগে। আবার কুয়াশার জন্য যাত্রীরাও কম বের হয়েছে।’
জেলা সদরের নিকটস্থ এলাকা ফতেপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় মাঠের ফসল আর্দ্রতায় ভিজে রয়েছে। কৃষক শামসুল আলম বলেন, ‘টানা শীত কুয়াশা শুরু হয়েছে। এই কুয়াশায় ফসল ভালো থাকছে না। আবার কাজ করতে গেলে হাত-পা জমে যায়।’
মাস্টার পাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তাপমাত্রা একটু বেড়েছে শুনেছি, কিন্তু আমরা তেমন কোনো পার্থক্য বুঝতে পারছি না। কুয়াশায় চারপাশ ঝাপসা থাকে। কাজে যেতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে।’
মেরিল্যান্ড পাড়ার গৃহিণী তাসলিমা বলেন, ‘আমাদের ছোট ঘরে গরম কাপড় কম। রাতে শিশুদের নিয়ে চিন্তায় থাকি। ঠান্ডাজনিত অসুখ যেন আরও না বাড়ে, সে নিয়ে দুশ্চিন্তায় থাকি।’
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার তাপমাত্রা রেকর্ড ছিল ১০ দশমিক ৬ এবং শনিবার ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে।’
এ দিকে শীতের এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে নওগাঁর জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে শীত ও কুয়াশার প্রকোপ বেড়েছে। আমরা ইতিমধ্যে শীতার্ত মানুষের সাহায্যের উদ্যোগ নিয়েছি। বরাদ্দ পেলেই শীতবস্ত্র বিতরণ শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে