ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আয়াস জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চার-পাঁচজন সন্ত্রাসী যুবক তাঁকে ঘিরে ধরে নানান গালিগালাজ করেন এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে আয়াসের মাথা, পায়ে ও শরীরের দু-এক জায়গায় ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এ সময় আয়াস তাঁর পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন।
আয়াস জানান, যাঁরা হামলা করেছেন তিনি তাঁদের চেনেন না। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই হামলাকারীরা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, আয়াসের মাথা, পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যার কারণে আয়াসের ওপর আজকের হামলা। প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরও বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাঁকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আয়াস জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চার-পাঁচজন সন্ত্রাসী যুবক তাঁকে ঘিরে ধরে নানান গালিগালাজ করেন এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে আয়াসের মাথা, পায়ে ও শরীরের দু-এক জায়গায় ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এ সময় আয়াস তাঁর পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন।
আয়াস জানান, যাঁরা হামলা করেছেন তিনি তাঁদের চেনেন না। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই হামলাকারীরা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, আয়াসের মাথা, পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যার কারণে আয়াসের ওপর আজকের হামলা। প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরও বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাঁকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে