নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে হোটেলের রুটি ও ডাল খেয়ে খারুয়া উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে আব্দুল মোতালেব ওরফে বড় ভাইয়ের হোটেলে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন—তিশা, মিলি, সাদিয়া, সুমাইয়া, মারিয়া ও নুরসহ আরও একজন।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির সাত শিক্ষার্থী আব্দুল মোতালেবের হোটেল থেকে রুটি ও ডাল কেনে। এরপর তারা বিদ্যালয়ে গিয়ে রুটি ও ডাল খায়। খাবার খাওয়ার পর সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পেটে তীব্র ব্যথা ও বমিভাব শুরু হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হোটেলের মালিক আব্দুল মোতালেব ওরফে বড় ভাই বলেন, ‘সকাল ৯টার দিকে আমার হোটেলে ৫০-৬০ জন মানুষ রুটি ও ডাল দিয়ে সকালের নাশতা খান। এর মধ্যে সাত শিক্ষার্থী রুটি ও ডাল কিনে নিয়ে স্কুলে যায়। সেখানে তারা
নাশতা খায়। এদের মধ্যে অন্য কেউ অসুস্থ হয়নি, শুধু সাত ছাত্রী অসুস্থ হয়। বিষয়টি কিছুই বুঝতে পারছি না। হয়তো স্কুলেই ভেজাল হইছে।’
খারুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল তারেক বলেন, হোটেলের রুটি-ডাল খাওয়ার পর ছাত্রীদের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। এরপর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

ময়মনসিংহের নান্দাইলে হোটেলের রুটি ও ডাল খেয়ে খারুয়া উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে আব্দুল মোতালেব ওরফে বড় ভাইয়ের হোটেলে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন—তিশা, মিলি, সাদিয়া, সুমাইয়া, মারিয়া ও নুরসহ আরও একজন।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির সাত শিক্ষার্থী আব্দুল মোতালেবের হোটেল থেকে রুটি ও ডাল কেনে। এরপর তারা বিদ্যালয়ে গিয়ে রুটি ও ডাল খায়। খাবার খাওয়ার পর সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পেটে তীব্র ব্যথা ও বমিভাব শুরু হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হোটেলের মালিক আব্দুল মোতালেব ওরফে বড় ভাই বলেন, ‘সকাল ৯টার দিকে আমার হোটেলে ৫০-৬০ জন মানুষ রুটি ও ডাল দিয়ে সকালের নাশতা খান। এর মধ্যে সাত শিক্ষার্থী রুটি ও ডাল কিনে নিয়ে স্কুলে যায়। সেখানে তারা
নাশতা খায়। এদের মধ্যে অন্য কেউ অসুস্থ হয়নি, শুধু সাত ছাত্রী অসুস্থ হয়। বিষয়টি কিছুই বুঝতে পারছি না। হয়তো স্কুলেই ভেজাল হইছে।’
খারুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল তারেক বলেন, হোটেলের রুটি-ডাল খাওয়ার পর ছাত্রীদের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। এরপর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৪১ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২ ঘণ্টা আগে