নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৫টি ড্রেজার মেশিন (খননযন্ত্র) ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু কিছু বালু ব্যবসায়ী। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত ২৫টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়।
এ ছাড়া কেউ যেন নদ থেকে অবৈধভাবে বালু পরিবহন করতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে ভেকু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তা কেটে দেওয়া হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়।
এতে ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রাম পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাসুদ রানা বলেন, ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৫টি ড্রেজার মেশিন (খননযন্ত্র) ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তাড়ানি ও নাকুগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদের ইজারা–বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিল অসাধু কিছু বালু ব্যবসায়ী। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত ২৫টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়।
এ ছাড়া কেউ যেন নদ থেকে অবৈধভাবে বালু পরিবহন করতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে ভেকু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তা কেটে দেওয়া হয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়।
এতে ইউএনও মাসুদ রানার সঙ্গে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রাম পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাসুদ রানা বলেন, ইজারা–বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৫ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৪ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪১ মিনিট আগে