ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সাজা থেকে বাঁচতে ২৭ বছর আত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামি কামাল হোসেনের। গতকাল বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানার পুলিশ গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
কামাল হোসেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভালুকা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজল হোসেন, এসআই নজরুল ইসলাম ও এএসআই পাইলট ভৌমিকের নেতৃত্বে গতকাল রাতে গাজীপুরের কাশিমপুরে একটি চায়ের দোকান থেকে দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা হত্যা মামলার আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।’ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে আসামি কামাল হোসেনের (৫২) সঙ্গে উপজেলার ভরাডোবা গ্রামের হযরত আলীর মেয়ে সুরাইয়া খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা পরিবারের অগোচরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন ঘর-সংসার করার পর কামাল হোসেন জানতে পারেন সুরাইয়া খাতুনের আগে আরও দুটি বিয়ে হয়েছে।
সুরাইয়ার প্রথম স্বামীর ঘরে তিনটি ছেলেসন্তান এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। এরপর থেকেই দুজনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পরে কামাল হোসেন অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করার একপর্যায়ে সুরাইয়া খাতুন নিখোঁজ হন। নিখোঁজের সাত দিন পর পার্শ্ববর্তী নারাংগীপাড়ার কুদ্দুস মিয়ার বাড়ির ল্যাট্রিনের পাশে থেকে সুরাইয়ার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সুরাইয়ার বাবা হযরত আলী বাদী হয়ে ভালুকা থানায় কামাল হোসেন, ইসমাইল হোসেন, হেলেনা খাতুন, তারাফ হোসেন, জামিলা খাতুন, মর্জিনা খাতুন ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে ২০১৯ সালের ২১ জুলাই আসামি কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া মামলার অপর আসামি তারাফ হোসেন, জামিলা খাতুন ও মর্জিনা খাতুন মৃত্যুবরণ করায় তাদের অব্যাহতি এবং আসামি আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও হেলেনা খাতুনকে খালাস দেন আদালত।

সাজা থেকে বাঁচতে ২৭ বছর আত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামি কামাল হোসেনের। গতকাল বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানার পুলিশ গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
কামাল হোসেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভালুকা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজল হোসেন, এসআই নজরুল ইসলাম ও এএসআই পাইলট ভৌমিকের নেতৃত্বে গতকাল রাতে গাজীপুরের কাশিমপুরে একটি চায়ের দোকান থেকে দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা হত্যা মামলার আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।’ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে আসামি কামাল হোসেনের (৫২) সঙ্গে উপজেলার ভরাডোবা গ্রামের হযরত আলীর মেয়ে সুরাইয়া খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা পরিবারের অগোচরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন ঘর-সংসার করার পর কামাল হোসেন জানতে পারেন সুরাইয়া খাতুনের আগে আরও দুটি বিয়ে হয়েছে।
সুরাইয়ার প্রথম স্বামীর ঘরে তিনটি ছেলেসন্তান এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। এরপর থেকেই দুজনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পরে কামাল হোসেন অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করার একপর্যায়ে সুরাইয়া খাতুন নিখোঁজ হন। নিখোঁজের সাত দিন পর পার্শ্ববর্তী নারাংগীপাড়ার কুদ্দুস মিয়ার বাড়ির ল্যাট্রিনের পাশে থেকে সুরাইয়ার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সুরাইয়ার বাবা হযরত আলী বাদী হয়ে ভালুকা থানায় কামাল হোসেন, ইসমাইল হোসেন, হেলেনা খাতুন, তারাফ হোসেন, জামিলা খাতুন, মর্জিনা খাতুন ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে ২০১৯ সালের ২১ জুলাই আসামি কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া মামলার অপর আসামি তারাফ হোসেন, জামিলা খাতুন ও মর্জিনা খাতুন মৃত্যুবরণ করায় তাদের অব্যাহতি এবং আসামি আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও হেলেনা খাতুনকে খালাস দেন আদালত।

ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
৪ মিনিট আগে
লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে