Ajker Patrika

সহায়তা পেলেন সেই বৃদ্ধ ভিক্ষুক দম্পতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২০: ৪৮
সহায়তা পেলেন সেই বৃদ্ধ ভিক্ষুক দম্পতি

নান্দাইলের সেই বৃদ্ধ ভিক্ষুক দম্পতিকে সহায়তা দিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাস ভবনের সামনে ঈদসামগ্রী দেন তিনি। সহায়তার মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি তেল, দুই কেজি চিনি, দুই প্যাকেট দুধ, দুই প্যাকেট সেমাই, দুই প্যাকেট নুডলস ও এক হাজার টাকা। 

তা ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংগঠনের পক্ষ থেকে এক কেজি চিনি, এক কেজি তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, একটি ফার্মের মুরগি ও মসলা দেওয়া হয়। এদিকে গরুর মাংস খেতে চাওয়ায় বৃদ্ধাকে সোহাগ আকন্দ নামে এক ব্যক্তি এক কেজি গরুর মাংস ও নগদ কিছু টাকা প্রদান করেন। 

গতকাল বুধবার আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘স্বামীডারে লইয়া ভিক্ষা কইরা জীবনডা আর চলে না’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ইউএনওসহ বেশ কয়েক ব্যক্তি ও সংগঠন ওই দম্পতিকে সহায়তায় এগিয়ে আসে।  

গতকাল দুপুরে উপজেলা পরিষদের মসজিদের সামনে নিজেদের অসহায়ত্বের কথাগুলো আজকের পত্রিকার প্রতিনিধিকে বলেন আবাল হোসেন (৮৮) ও সোলেমা বেগম (৬৬) দম্পতি। সোলেমা বেগম বলেন, ‘স্বামীডা আমার পঙ্গু। হুইলচেয়ারে কইরা রইদের (রোদ) মধ্যে ঘুরতাছি পাঁচ-দশ টাকার জন্য। রোজা থাইকা আর পারি না বাবা। জীবনডা আর চলে না। গরিবের কষ্ট কেউ দেহে না। এই রোজায় একটু দুধ, মাংস আমার কপালে জুটল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত