ময়মনসিংহ প্রতিনিধি

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের নাম ভাঙিয়ে প্রতারণার মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ ফাত্তাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রবাসীকল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের আপন শ্যালক।
আজ সোমবার সকালে রাজধানীর শান্তিবাগের বাসা থেকে মামুনুর রশিদ ফাত্তাহকে ময়মনসিংহের গফরগাঁও থানা-পুলিশ গ্রেপ্তার করে। তিনি গফরগাঁও উপজেলার হারুন অর রশিদের ছেলে। ফাত্তাহ শান্তিবাগ এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, ২০১৯ সালে গফরগাঁওয়ের জন্মেজয় গ্রামের বাহার উদ্দিনের ছেলে নাহিদ আলমকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে চেকের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা নেন মামুনুর রশিদ ফাত্তাহ। চাকরি দিতে না পেরে গা ঢাকা দেন তিনি। পরে ২০১৯ সালে নাহিদ আলম ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় ২০২৩ সালের ২৯ জানুয়ারি আদালত ফাত্তাহকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকে ফাত্তাহ পলাতক ছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বাদী নাহিদ আলম বলেন, ‘আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।’
অপর ভুক্তভোগী মামুনুর রশীদ ফাত্তাহর আপন চাচাতো ভাই শেখ আলীম রেজা আপেল বলেন, ‘আমার কাছ থেকে ইউসিবি ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মজিবর রহমানের নাম ভাঙিয়ে সাত লাখ টাকা নেন ফাত্তাহ। ২০১৯ সালে আমাকে ইউসিবি ব্যাংকের এমডি স্বাক্ষরিত একটি নিয়োগপত্র দেন। চাকরিতে যোগদান করতে গিয়ে দেখি, নিয়োগপত্রটি ভুয়া। এরপর টাকা ফেরত দেওয়ার নামে শুরু হয় নানা নাটক। টাকা চাইতে গেলে মিথ্যা মামলার হুমকি দিতেন ফাত্তাহর বড় বোন হ্যাপিসহ পরিবারের লোকজন। আমি আইনি প্রক্রিয়ায় এগোতে গেলেও ফাত্তাহ ও তাঁর পরিবার ক্ষমতার জোরে পুলিশকে প্রভাবিত করে। আমি তাঁর শাস্তি ও টাকা ফেরত চাই।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বলেন, আসামি অর্থঋণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাঁকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শ্যালকের বিরুদ্ধে নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগের বিষয়ে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি। তবে এসএমএস করে কল দেওয়ার কারণ জানতে চান। পরে তাঁর নাম ভাঙিয়ে শ্যালকের প্রতারণার অভিযোগের বিষয় জানতে চেয়ে এসএমএস করলেও তিনি কোনো প্রত্যুত্তর দেননি।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমানের নাম ভাঙিয়ে প্রতারণার মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ ফাত্তাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রবাসীকল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের আপন শ্যালক।
আজ সোমবার সকালে রাজধানীর শান্তিবাগের বাসা থেকে মামুনুর রশিদ ফাত্তাহকে ময়মনসিংহের গফরগাঁও থানা-পুলিশ গ্রেপ্তার করে। তিনি গফরগাঁও উপজেলার হারুন অর রশিদের ছেলে। ফাত্তাহ শান্তিবাগ এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, ২০১৯ সালে গফরগাঁওয়ের জন্মেজয় গ্রামের বাহার উদ্দিনের ছেলে নাহিদ আলমকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে চেকের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা নেন মামুনুর রশিদ ফাত্তাহ। চাকরি দিতে না পেরে গা ঢাকা দেন তিনি। পরে ২০১৯ সালে নাহিদ আলম ময়মনসিংহ যুগ্ম দায়রা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় ২০২৩ সালের ২৯ জানুয়ারি আদালত ফাত্তাহকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকে ফাত্তাহ পলাতক ছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বাদী নাহিদ আলম বলেন, ‘আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।’
অপর ভুক্তভোগী মামুনুর রশীদ ফাত্তাহর আপন চাচাতো ভাই শেখ আলীম রেজা আপেল বলেন, ‘আমার কাছ থেকে ইউসিবি ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মজিবর রহমানের নাম ভাঙিয়ে সাত লাখ টাকা নেন ফাত্তাহ। ২০১৯ সালে আমাকে ইউসিবি ব্যাংকের এমডি স্বাক্ষরিত একটি নিয়োগপত্র দেন। চাকরিতে যোগদান করতে গিয়ে দেখি, নিয়োগপত্রটি ভুয়া। এরপর টাকা ফেরত দেওয়ার নামে শুরু হয় নানা নাটক। টাকা চাইতে গেলে মিথ্যা মামলার হুমকি দিতেন ফাত্তাহর বড় বোন হ্যাপিসহ পরিবারের লোকজন। আমি আইনি প্রক্রিয়ায় এগোতে গেলেও ফাত্তাহ ও তাঁর পরিবার ক্ষমতার জোরে পুলিশকে প্রভাবিত করে। আমি তাঁর শাস্তি ও টাকা ফেরত চাই।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বলেন, আসামি অর্থঋণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাঁকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শ্যালকের বিরুদ্ধে নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগের বিষয়ে জনতা ব্যাংকের এমডি মজিবর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি। তবে এসএমএস করে কল দেওয়ার কারণ জানতে চান। পরে তাঁর নাম ভাঙিয়ে শ্যালকের প্রতারণার অভিযোগের বিষয় জানতে চেয়ে এসএমএস করলেও তিনি কোনো প্রত্যুত্তর দেননি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে