
জামালপুরের বকশীগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার দড়িপাড়া গ্রামে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনে তিনজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দড়িপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী খুকু মণি (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই খুকু মণি মারা যান। একই দিন এই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, দড়িপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও তাঁর দুই ছেলে সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হয়। তাঁর দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণকে সতর্ক করা হয়েছে।’
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বলেন, মেডিকেল টিমের সার্বক্ষণিক নজরে আছে দড়িপাড়া গ্রাম। স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল টিম কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৬ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে