ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫) জামিনে বেরিয়ে কারা ফটকে আবার আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে আটক করা হয়। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে তাঁকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
অনির বিরুদ্ধে ময়মনসিংহে ডিসি বাংলো ভাঙচুর, শহীদ সাগর হত্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় নিম্ন আদালত এবং সর্বশেষ গত ২৫ মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন পান তিনি।
অনির বড় ভাই নওফেল আহমেদ অমি এই তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আবার আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে থানা-পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতাকে গ্রেপ্তার করে র্যাব।
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫) জামিনে বেরিয়ে কারা ফটকে আবার আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে আটক করা হয়। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে তাঁকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
অনির বিরুদ্ধে ময়মনসিংহে ডিসি বাংলো ভাঙচুর, শহীদ সাগর হত্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় নিম্ন আদালত এবং সর্বশেষ গত ২৫ মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন পান তিনি।
অনির বড় ভাই নওফেল আহমেদ অমি এই তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আবার আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে থানা-পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতাকে গ্রেপ্তার করে র্যাব।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
১১ মিনিট আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
১৫ মিনিট আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২২ মিনিট আগেমানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভবন নির্মাণে নিরাপত্তাবেষ্টনী না থাকায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৯ মিনিট আগে