নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ওয়াজে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পি (১৭) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত নওশাদ আহমেদ বাপ্পি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। বাপ্পি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল হয়। সেখানে ওয়াজ মাহফিলে মাইক ও লাইটিংয়ের দায়িত্ব পান বাপ্পির চাচার শহীদ মাইক সার্ভিস। বাপ্পি সন্ধ্যার দিকে চাচার সঙ্গে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজ করেন। পরে ওয়াজ চলাকালীন সময়ে রাত ৯ দিকে দুর্বৃত্তরা ওয়াজ মাহফিলে থেকে বাপ্পিকে ডেকে নিয়ে কলেজের শহীদ মিনারের পাশে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে মারাত্মক আহত হয় বাপ্পি।
স্থানীয় ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায় চিকিৎসক। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাপ্পি।
নিহত কলেজছাত্রের চাচা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সন্ধ্যার আগে বাপ্পি প্রাইভেট পড়ে আমার দোকানে খাতা কলম রেখে যায়। পরে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজও করে। রাত ৯টার দিকে কলেজের ভেতরে তাকে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক ভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের নান্দাইলে ওয়াজে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পি (১৭) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত নওশাদ আহমেদ বাপ্পি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। বাপ্পি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল হয়। সেখানে ওয়াজ মাহফিলে মাইক ও লাইটিংয়ের দায়িত্ব পান বাপ্পির চাচার শহীদ মাইক সার্ভিস। বাপ্পি সন্ধ্যার দিকে চাচার সঙ্গে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজ করেন। পরে ওয়াজ চলাকালীন সময়ে রাত ৯ দিকে দুর্বৃত্তরা ওয়াজ মাহফিলে থেকে বাপ্পিকে ডেকে নিয়ে কলেজের শহীদ মিনারের পাশে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে মারাত্মক আহত হয় বাপ্পি।
স্থানীয় ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায় চিকিৎসক। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাপ্পি।
নিহত কলেজছাত্রের চাচা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সন্ধ্যার আগে বাপ্পি প্রাইভেট পড়ে আমার দোকানে খাতা কলম রেখে যায়। পরে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজও করে। রাত ৯টার দিকে কলেজের ভেতরে তাকে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক ভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে