বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আইডিয়াল মোড়ে মহাসড়ক অবরোধ করেন আকবর কটন মিলের শ্রমিকেরা।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্র জানা যায়, আজ বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন আগামীকাল বুধবার পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে অবস্থিত আকবর কটন মিলস লিমিটেড। এ কারখানার প্রায় ১ হাজার ৬০০ শ্রমিক তিন বিভাগে কাজ করেন। এর মধ্যে কেবল এক বিভাগের শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদের বেতন এখনো পরিশোধ করা হয়নি।
চলতি মাসের ২২ তারিখ ও আজ মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের তারিখ দিয়েও কারাখানা কর্তৃপক্ষ বেতন দেননি। তাই বাধ্য হয়ে আজ তাঁরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, চলতি বছর জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আকবর কটন মিলস লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাঁরা শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৫ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৭ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৩ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৯ মিনিট আগে