ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশে মার্চ থেকে আগস্ট পর্যন্ত হ্যাচারিতে মাছের প্রজনন হয়ে থাকে। অন্য মাসে বায়ু ও পানির তাপমাত্রা কমে যাওয়ার কারণে মাছের পোনা উৎপাদন সম্ভব হয় না। ফলে শীতকাল এবং এর আগে ও পরে মাছের পোনা পাওয়া যায় না। এ ছাড়া এই সময়ে মাছের সব হ্যাচারি বন্ধ থাকে এবং পরবর্তী গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।
প্রাকৃতিক এ সমস্যা সমাধান করে সারা বছর মাছের পোনা উৎপাদন ঠিক রাখতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) একটি প্রকল্প চালু করেছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বাকৃবি ক্যাম্পাসে মৎস্যবিজ্ঞান বিভাগের অদূরে মাছের জন্য জলবায়ু গবেষণার গবেষণাগারের (এলসিআরএফ) উদ্বোধন করা হয়েছে। এর তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. এ কে শাকুর আহম্মদ।
আজ শনিবার সকালে নবনির্মিত গবেষণাগার উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুরসহ আরও অনেকে।
এই প্রকল্পের মাধ্যমে তেলাপিয়া, পাঙাশ, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছের দৈহিক বৃদ্ধি ও পোনা উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবর্তিত জলবায়ুতে মাছের টেকসই উৎপাদন ও প্রজননের ক্ষেত্রে জলবায়ু প্রশমন ও অভিযোজন কৌশল উদ্ভাবনে বহুমাত্রিক গবেষণা কার্যক্রম বাস্তবায়িত হবে।
এই প্রকল্পের উদ্যোক্তা মৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘গবেষণায় দেখা গেছে, মাত্রাতিরিক্ত তাপমাত্রা, অতি নিম্ন তাপমাত্রা, অনাবৃষ্টি, সূর্যের আলোর অপ্রতুলতাজনিত কারণে মাছের দৈহিক বৃদ্ধি ও প্রজনন সক্ষমতা কমে যায়। ফলে গুণগত মানের পোনা উৎপাদন ব্যাহত হয়। এই প্রকল্পের মাধ্যমে কীভাবে অভ্যন্তরীণ সিস্টেম নিয়ন্ত্রণের মাধ্যমে পানির তাপমাত্রা ধরে রেখে মাছের দৈহিক বৃদ্ধি ও পোনা উৎপাদন সম্ভব তা যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। আশাবাদ করা হচ্ছে, এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে পরিবর্তিত জলবায়ুতে মাছের বৃদ্ধি ও পোনা উৎপাদন সম্ভব হবে এবং বাংলাদেশে বছরের বেশি সময় ধরে টেকসই উপায়ে মাছ ও পোনা উৎপাদন সম্ভব হবে।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, এখানে একটি বহুমাত্রিক উন্নত গবেষণাগার স্থাপন করা হয়েছে; যা সনাতন হ্যাচারি পদ্ধতি ও নিয়ন্ত্রণ পদ্ধতি উভয় উপায়ে মাছের দৈহিক বৃদ্ধি ও পোনা উৎপাদনের গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্প দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশে মার্চ থেকে আগস্ট পর্যন্ত হ্যাচারিতে মাছের প্রজনন হয়ে থাকে। অন্য মাসে বায়ু ও পানির তাপমাত্রা কমে যাওয়ার কারণে মাছের পোনা উৎপাদন সম্ভব হয় না। ফলে শীতকাল এবং এর আগে ও পরে মাছের পোনা পাওয়া যায় না। এ ছাড়া এই সময়ে মাছের সব হ্যাচারি বন্ধ থাকে এবং পরবর্তী গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।
প্রাকৃতিক এ সমস্যা সমাধান করে সারা বছর মাছের পোনা উৎপাদন ঠিক রাখতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) একটি প্রকল্প চালু করেছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বাকৃবি ক্যাম্পাসে মৎস্যবিজ্ঞান বিভাগের অদূরে মাছের জন্য জলবায়ু গবেষণার গবেষণাগারের (এলসিআরএফ) উদ্বোধন করা হয়েছে। এর তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. এ কে শাকুর আহম্মদ।
আজ শনিবার সকালে নবনির্মিত গবেষণাগার উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুরসহ আরও অনেকে।
এই প্রকল্পের মাধ্যমে তেলাপিয়া, পাঙাশ, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছের দৈহিক বৃদ্ধি ও পোনা উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবর্তিত জলবায়ুতে মাছের টেকসই উৎপাদন ও প্রজননের ক্ষেত্রে জলবায়ু প্রশমন ও অভিযোজন কৌশল উদ্ভাবনে বহুমাত্রিক গবেষণা কার্যক্রম বাস্তবায়িত হবে।
এই প্রকল্পের উদ্যোক্তা মৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘গবেষণায় দেখা গেছে, মাত্রাতিরিক্ত তাপমাত্রা, অতি নিম্ন তাপমাত্রা, অনাবৃষ্টি, সূর্যের আলোর অপ্রতুলতাজনিত কারণে মাছের দৈহিক বৃদ্ধি ও প্রজনন সক্ষমতা কমে যায়। ফলে গুণগত মানের পোনা উৎপাদন ব্যাহত হয়। এই প্রকল্পের মাধ্যমে কীভাবে অভ্যন্তরীণ সিস্টেম নিয়ন্ত্রণের মাধ্যমে পানির তাপমাত্রা ধরে রেখে মাছের দৈহিক বৃদ্ধি ও পোনা উৎপাদন সম্ভব তা যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। আশাবাদ করা হচ্ছে, এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে পরিবর্তিত জলবায়ুতে মাছের বৃদ্ধি ও পোনা উৎপাদন সম্ভব হবে এবং বাংলাদেশে বছরের বেশি সময় ধরে টেকসই উপায়ে মাছ ও পোনা উৎপাদন সম্ভব হবে।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, এখানে একটি বহুমাত্রিক উন্নত গবেষণাগার স্থাপন করা হয়েছে; যা সনাতন হ্যাচারি পদ্ধতি ও নিয়ন্ত্রণ পদ্ধতি উভয় উপায়ে মাছের দৈহিক বৃদ্ধি ও পোনা উৎপাদনের গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্প দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে