ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকার একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। তিনি রহমতপুর এলাকার ‘আজাহার ফিলিং স্টেশনের’ পাশে চায়ের দোকান চালাতেন।
আগুনে এর আগে হিমেল মুন্সি (২৯), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন।
তিনি বলেন, ৪ নভেম্বর রাতে ময়মনসিংহ থেকে গুরুতর অবস্থায় দগ্ধ ব্যক্তিদের ঢাকায় নেওয়া হয়। তাঁদের মধ্যে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে সুমি আক্তার নামের একজন ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আগুনে নিহত প্রাইভেট কারের চালক হিমেল মুন্সির মা বাদী হয়ে ৬ নভেম্বর আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।
উল্লেখ্য, ৪ নভেম্বর দুপুরে আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সাতটি গাড়ি পুড়ে যায়।

ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকার একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। তিনি রহমতপুর এলাকার ‘আজাহার ফিলিং স্টেশনের’ পাশে চায়ের দোকান চালাতেন।
আগুনে এর আগে হিমেল মুন্সি (২৯), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন।
তিনি বলেন, ৪ নভেম্বর রাতে ময়মনসিংহ থেকে গুরুতর অবস্থায় দগ্ধ ব্যক্তিদের ঢাকায় নেওয়া হয়। তাঁদের মধ্যে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে সুমি আক্তার নামের একজন ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আগুনে নিহত প্রাইভেট কারের চালক হিমেল মুন্সির মা বাদী হয়ে ৬ নভেম্বর আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।
উল্লেখ্য, ৪ নভেম্বর দুপুরে আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সাতটি গাড়ি পুড়ে যায়।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
২ ঘণ্টা আগে