ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকার একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। তিনি রহমতপুর এলাকার ‘আজাহার ফিলিং স্টেশনের’ পাশে চায়ের দোকান চালাতেন।
আগুনে এর আগে হিমেল মুন্সি (২৯), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন।
তিনি বলেন, ৪ নভেম্বর রাতে ময়মনসিংহ থেকে গুরুতর অবস্থায় দগ্ধ ব্যক্তিদের ঢাকায় নেওয়া হয়। তাঁদের মধ্যে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে সুমি আক্তার নামের একজন ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আগুনে নিহত প্রাইভেট কারের চালক হিমেল মুন্সির মা বাদী হয়ে ৬ নভেম্বর আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।
উল্লেখ্য, ৪ নভেম্বর দুপুরে আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সাতটি গাড়ি পুড়ে যায়।

ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকার একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। তিনি রহমতপুর এলাকার ‘আজাহার ফিলিং স্টেশনের’ পাশে চায়ের দোকান চালাতেন।
আগুনে এর আগে হিমেল মুন্সি (২৯), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন।
তিনি বলেন, ৪ নভেম্বর রাতে ময়মনসিংহ থেকে গুরুতর অবস্থায় দগ্ধ ব্যক্তিদের ঢাকায় নেওয়া হয়। তাঁদের মধ্যে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে সুমি আক্তার নামের একজন ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আগুনে নিহত প্রাইভেট কারের চালক হিমেল মুন্সির মা বাদী হয়ে ৬ নভেম্বর আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।
উল্লেখ্য, ৪ নভেম্বর দুপুরে আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সাতটি গাড়ি পুড়ে যায়।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে