নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

রাজধানীতে শান্তি সমাবেশ শেষে গুলিস্থানে গত শুক্রবার আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের সংঘর্ষে নিহত পথচারী হাফেজ রেজাউলের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে। বাবা বর্গাচাষি আব্দুস সাত্তার। রেজাউল পরিবাবের বড় ছেলে। রেজাউল ঢাকার যাত্রাবাড়িতে একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যরা গতকাল শনিবার সকালে রেজাউলের মৃত্যুর খবর পান। নকলা থানা-পুলিশ রেজাউলের জেঠা আজাহারুল ইসলামের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে তাঁর মৃত্যুর খবর দেন এবং ঢাকায় গিয়ে লাশ গ্রহণ করে নিজ বাড়িতে আনার অনুরোধ করেন। হঠাৎ ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন রেজাউলের বাবা-মা। এদিকে তিন দিনেও রেজাউলের লাশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।
পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একেবারেই নম্র-ভদ্র সদালাপী রেজাউল কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তার তিন বোন আছে। ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা থেকে পড়াশো শেষ করে তিনি ঢাকায় একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগে ভর্তি হন।
গত কোরবানি ঈদের কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। পরে গত বৃহস্পতিবার ডেঙ্গু পরীক্ষা করতে জামালপুরের নরুন্দী থেকে ট্রেনে করে ঢাকায় যান ৷ পরে শুক্রবার সন্ধ্যায় ডেঙ্গু পরীক্ষা করিয়ে ফেরার পথে রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় পথচারী রেজাউলের।
আজ রোববার দুপুরে নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের শাখা মৃগী নদীর পাড় ঘেঁষে নিহত রেজাউলের বাড়ি। বাড়ির পূর্বে রয়েছে নারায়নখোলা পশ্চিম আদর্শ উচ্চ বিদ্যালয়। আশেপাশে আর কোনো বাড়ি-ঘর নেই। বাড়ির দক্ষিণে বাঁশঝাড়ের নিচে পারিবারিক কবরস্থানে রেজাউলের জন্য কবর খোঁড়া হয়েছে। তাঁর পাশে কবরের জন্য চাঁটাই তৈরি করছেন এক ব্যক্তি।
বাড়িতে ঢুকতেই দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে মাতম করছেন মা রেনুজা বেগম। তাকে ঘিরে আছেন এলাকাবাসী ও স্বজনেরা। বাবা আব্দুস সাত্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। প্রতিবেশী ও স্বজনরা শরীরে পানি ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। রেজাউলের বড় দুই বোন ও মামা লাশ আনতে ঢাকায় গেছেন। লাশ আনতে অ্যাম্বুলেন্স ভাড়া করা হলেও রোববার দুপুর পর্যন্ত পাওয়া খবরে তাঁরা লাশ বুঝে পাননি।
প্রতিবেশী ও আত্মীয় বন্দেজ আলী বলেন, সবসময় হাসিখুশি রেজাউল কোনো সাতে-পাঁচে ছিলেন না। তার ছোট ভাইও একজন হাফেজ। রাজনীতি করতেন না। রোজার মাসে স্থানীয় মসজিদে খতম তারাবি পড়ান। এই ছেলে তো বিনা কারণে মারা গেলো। প্রশাসনের কোনো লোক বা কোনো জনপ্রতিনিধি কেউ তো কোনো খোঁজ নিলো না।
চরঅষ্টাধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, রেজাউল অত্যন্ত ভদ্র ও ধার্মিক ছেলে ছিল। তাঁর বাবা অনেক কষ্ট করে তাঁকে পড়াশোনা করাচ্ছিল। রেজাউল রাজনীতি করতো না। রেজাউলের এমন মৃত্যুর ঘটনা মেনে নেওয়া খুবই কষ্টকর।

রাজধানীতে শান্তি সমাবেশ শেষে গুলিস্থানে গত শুক্রবার আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের সংঘর্ষে নিহত পথচারী হাফেজ রেজাউলের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে। বাবা বর্গাচাষি আব্দুস সাত্তার। রেজাউল পরিবাবের বড় ছেলে। রেজাউল ঢাকার যাত্রাবাড়িতে একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যরা গতকাল শনিবার সকালে রেজাউলের মৃত্যুর খবর পান। নকলা থানা-পুলিশ রেজাউলের জেঠা আজাহারুল ইসলামের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে তাঁর মৃত্যুর খবর দেন এবং ঢাকায় গিয়ে লাশ গ্রহণ করে নিজ বাড়িতে আনার অনুরোধ করেন। হঠাৎ ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন রেজাউলের বাবা-মা। এদিকে তিন দিনেও রেজাউলের লাশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।
পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একেবারেই নম্র-ভদ্র সদালাপী রেজাউল কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তার তিন বোন আছে। ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা থেকে পড়াশো শেষ করে তিনি ঢাকায় একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগে ভর্তি হন।
গত কোরবানি ঈদের কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। পরে গত বৃহস্পতিবার ডেঙ্গু পরীক্ষা করতে জামালপুরের নরুন্দী থেকে ট্রেনে করে ঢাকায় যান ৷ পরে শুক্রবার সন্ধ্যায় ডেঙ্গু পরীক্ষা করিয়ে ফেরার পথে রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় পথচারী রেজাউলের।
আজ রোববার দুপুরে নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের শাখা মৃগী নদীর পাড় ঘেঁষে নিহত রেজাউলের বাড়ি। বাড়ির পূর্বে রয়েছে নারায়নখোলা পশ্চিম আদর্শ উচ্চ বিদ্যালয়। আশেপাশে আর কোনো বাড়ি-ঘর নেই। বাড়ির দক্ষিণে বাঁশঝাড়ের নিচে পারিবারিক কবরস্থানে রেজাউলের জন্য কবর খোঁড়া হয়েছে। তাঁর পাশে কবরের জন্য চাঁটাই তৈরি করছেন এক ব্যক্তি।
বাড়িতে ঢুকতেই দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে মাতম করছেন মা রেনুজা বেগম। তাকে ঘিরে আছেন এলাকাবাসী ও স্বজনেরা। বাবা আব্দুস সাত্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। প্রতিবেশী ও স্বজনরা শরীরে পানি ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। রেজাউলের বড় দুই বোন ও মামা লাশ আনতে ঢাকায় গেছেন। লাশ আনতে অ্যাম্বুলেন্স ভাড়া করা হলেও রোববার দুপুর পর্যন্ত পাওয়া খবরে তাঁরা লাশ বুঝে পাননি।
প্রতিবেশী ও আত্মীয় বন্দেজ আলী বলেন, সবসময় হাসিখুশি রেজাউল কোনো সাতে-পাঁচে ছিলেন না। তার ছোট ভাইও একজন হাফেজ। রাজনীতি করতেন না। রোজার মাসে স্থানীয় মসজিদে খতম তারাবি পড়ান। এই ছেলে তো বিনা কারণে মারা গেলো। প্রশাসনের কোনো লোক বা কোনো জনপ্রতিনিধি কেউ তো কোনো খোঁজ নিলো না।
চরঅষ্টাধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, রেজাউল অত্যন্ত ভদ্র ও ধার্মিক ছেলে ছিল। তাঁর বাবা অনেক কষ্ট করে তাঁকে পড়াশোনা করাচ্ছিল। রেজাউল রাজনীতি করতো না। রেজাউলের এমন মৃত্যুর ঘটনা মেনে নেওয়া খুবই কষ্টকর।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে