Ajker Patrika

ভালুকায় কারখানার গুদাম থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৩
ভালুকায় কারখানার গুদাম থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার গুদাম থেকে আফাজ উদ্দিন শেখ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকার ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়ি গ্রামের মৃত পুকাই শেখের ছেলে আফাজ উদ্দিন শেখ ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানার গুদামে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতেন। গতকাল বুধবার দুপুর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে ওই কারখানার গুদামের একটি গর্তের পানিতে তাঁর লাশ ভাসতে দেখেন এক নিরাপত্তাকর্মী। পরে খবর দিলে পুলিশ গিয়ে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে।

হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজাহান খান বলেন, ওই কারখানার গুদামে আফাজ উদ্দিন নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি সাধারণত দিনেই বেশি ডিউটি করতেন।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই আফাজ উদ্দিনের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত