নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নিহত হওয়ার তিন দিন পর এক রাজমিস্ত্রির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে এই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রাজমিস্ত্রির নাম মনির হোসেন (৪৩)। তিনি জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামোড়া গ্রামের মৃত মুনসের আলীর ছেলে।
মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, মনিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সেখান থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, মনির আহত অবস্থায় সীমান্তে ভারতীয় অংশের ঢালু এলাকায় পড়ে ছিলেন। খবর পেয়ে সোমবার রাতে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঢালু থানার পুলিশ। এরপর গত মঙ্গলবার ওই দেশে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়ার আগে মনির ঠিকানা বলে যাওয়ায় তাঁর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয় বলে জানান সাইদুর রহমান। তিনি বলেন, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতের ঢালু থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মনির সপরিবারে ঢাকায় থাকতেন। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, ‘সোমবার রাত থেকে ভাই নিখোঁজ হয়। আমাদের এলাকার গরুর রাখালদের বিএসএফ ভাইয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছিল তাঁকে চেনেন কি না। পরে রাখালদের মাধ্যমেই আমরা ভাইয়ের সন্ধান পাই।’

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নিহত হওয়ার তিন দিন পর এক রাজমিস্ত্রির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে এই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রাজমিস্ত্রির নাম মনির হোসেন (৪৩)। তিনি জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামোড়া গ্রামের মৃত মুনসের আলীর ছেলে।
মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, মনিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সেখান থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, মনির আহত অবস্থায় সীমান্তে ভারতীয় অংশের ঢালু এলাকায় পড়ে ছিলেন। খবর পেয়ে সোমবার রাতে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঢালু থানার পুলিশ। এরপর গত মঙ্গলবার ওই দেশে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়ার আগে মনির ঠিকানা বলে যাওয়ায় তাঁর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয় বলে জানান সাইদুর রহমান। তিনি বলেন, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতের ঢালু থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মনির সপরিবারে ঢাকায় থাকতেন। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, ‘সোমবার রাত থেকে ভাই নিখোঁজ হয়। আমাদের এলাকার গরুর রাখালদের বিএসএফ ভাইয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছিল তাঁকে চেনেন কি না। পরে রাখালদের মাধ্যমেই আমরা ভাইয়ের সন্ধান পাই।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
১৫ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে