নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে পাঁচ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন নান্দাইলের সজীব সরকার। সেখানে গিয়ে দুই মাসের মধ্যে তিন দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরেছেন তিনি। এ ঘটনায় গতকাল শুক্রবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সজীব।
ভুক্তভোগী সজীব সরকার (২৩) নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গারুয়া গ্রামের শরীফ উদ্দিন সরকারের ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী গ্রাম আচারগাঁও উত্তরপাড়ার মৃত ঈসমাইল ফকিরের ছেলে আ. রশিদ ওরফে আবু মিয়া (৫০)।
নান্দাইল মডেল থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আ. রশিদের ছেলে নাজমুল হক রনি সৌদি আরবে থাকেন। সেই সুবাদে আ. রশিদ তাঁর প্রতিবেশী গ্রামের সজীব সরকারকে বেশি টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। পরে নগদ ও ব্যাংকের মাধ্যমে আ. রশিদকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৬ অক্টোবর সৌদি আরবে পৌঁছান সজীব সরকার। সেখানে গিয়ে সজীব বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বাড়ি থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে আকামা করেন। দুই মাস পর ১৭ ডিসেম্বর সজীবকে সৌদি আরবের পুলিশ গ্রেপ্তার করে তিন দিন জেল খাটার পরে সৌদি পুলিশ ২০ ডিসেম্বর দেশে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী সজীব সরকার বলেন, ‘সে আমার সাথে প্রতারণা করছে। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আ. রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সজীব সরকার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে পাঁচ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন নান্দাইলের সজীব সরকার। সেখানে গিয়ে দুই মাসের মধ্যে তিন দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরেছেন তিনি। এ ঘটনায় গতকাল শুক্রবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সজীব।
ভুক্তভোগী সজীব সরকার (২৩) নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গারুয়া গ্রামের শরীফ উদ্দিন সরকারের ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী গ্রাম আচারগাঁও উত্তরপাড়ার মৃত ঈসমাইল ফকিরের ছেলে আ. রশিদ ওরফে আবু মিয়া (৫০)।
নান্দাইল মডেল থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আ. রশিদের ছেলে নাজমুল হক রনি সৌদি আরবে থাকেন। সেই সুবাদে আ. রশিদ তাঁর প্রতিবেশী গ্রামের সজীব সরকারকে বেশি টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। পরে নগদ ও ব্যাংকের মাধ্যমে আ. রশিদকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৬ অক্টোবর সৌদি আরবে পৌঁছান সজীব সরকার। সেখানে গিয়ে সজীব বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বাড়ি থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে আকামা করেন। দুই মাস পর ১৭ ডিসেম্বর সজীবকে সৌদি আরবের পুলিশ গ্রেপ্তার করে তিন দিন জেল খাটার পরে সৌদি পুলিশ ২০ ডিসেম্বর দেশে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী সজীব সরকার বলেন, ‘সে আমার সাথে প্রতারণা করছে। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আ. রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সজীব সরকার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে