মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ‘সেক্রেটারি’ পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, পৌর শহরের মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমুর মোবাইল ফোনে ০১৭৫৩৭০৯৬৫২ নম্বর থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা ১১ মিনিটে ফোন আসে। তিনি নিজেকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের ‘সেক্রেটারি’ নাদিম মোস্তফা বলে পরিচয় দেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এ সময় প্রধান শিক্ষককে ওই ব্যক্তি তাঁর বিদ্যালয়ের মৌলভি শিক্ষকের জন্য বিনা মূল্যে হজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। এর জন্য ভিসা প্রসেসিং বাবদ তাঁর কাছে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা দাবি করেন। প্রধান শিক্ষকের বিষয়টি সন্দেহ হলে তিনি ফোন কেটে দেন। পরে সংসদ সদস্য মির্জা আজমকে জানালে তিনি বিষয়টি ভিত্তিহীন ও প্রতারণা বলে আশ্বস্ত করেন। সেই সঙ্গে তাঁকে থানায় জিডি করার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ‘মির্জা আজম এমপির সেক্রেটারি পরিচয়ে টাকা দাবি করার বিষয়টি সন্দেহজনক ও প্রতারণা মনে হলে থানায় সাধারণ ডায়েরি করেছি।’
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মোবাইল ফোনে প্রতারণার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারককে শনাক্তের চেষ্টা চলছে।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ‘সেক্রেটারি’ পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, পৌর শহরের মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমুর মোবাইল ফোনে ০১৭৫৩৭০৯৬৫২ নম্বর থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা ১১ মিনিটে ফোন আসে। তিনি নিজেকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের ‘সেক্রেটারি’ নাদিম মোস্তফা বলে পরিচয় দেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এ সময় প্রধান শিক্ষককে ওই ব্যক্তি তাঁর বিদ্যালয়ের মৌলভি শিক্ষকের জন্য বিনা মূল্যে হজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। এর জন্য ভিসা প্রসেসিং বাবদ তাঁর কাছে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা দাবি করেন। প্রধান শিক্ষকের বিষয়টি সন্দেহ হলে তিনি ফোন কেটে দেন। পরে সংসদ সদস্য মির্জা আজমকে জানালে তিনি বিষয়টি ভিত্তিহীন ও প্রতারণা বলে আশ্বস্ত করেন। সেই সঙ্গে তাঁকে থানায় জিডি করার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ‘মির্জা আজম এমপির সেক্রেটারি পরিচয়ে টাকা দাবি করার বিষয়টি সন্দেহজনক ও প্রতারণা মনে হলে থানায় সাধারণ ডায়েরি করেছি।’
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মোবাইল ফোনে প্রতারণার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারককে শনাক্তের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে