প্রতিনিধি, বিয়ানীবাজার

শেরপুরের নকলায় নিখোঁজের দুই দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় আসাদুজ্জামান আসাদ নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা চালাতে বেরিয়ে গত সোমবার রাতে নিখোঁজ হয় আসাদ। গতকাল বুধবার সকালে নকলা উপজেলার সদর ইউনিয়নের সেফাকুড়ি ব্রিজের কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় আসাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন দক্ষিণ নকলা গ্রামের হামিদুল ইসলাম ওরফে খোকন, গণপদ্দী ইউনিয়নের পূর্ব গজারিয়া গ্রামের নুর নবী, নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের জাহিদুল ইসলাম ও নকলা পৌরসভার মিলন মিয়া। তাঁরা সবাই চোর চক্রের সদস্য।
গতকাল শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। নিহত আসাদ নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা শিববাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, ১১ মার্চ দুপুরে আসাদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে নকলা ইউনিয়নের ধনাকুশা বাজারে অটো মেরামত করে বাজারের পাশে ভগ্নিপতির বাড়িতে রাতের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ে। রাত ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সোমবার রাতে আসাদের অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করে। পরে আসাদ সেই অটোরিকশা ছিনিয়ে নিতে বাধা দিলে তাকে হত্যা করে মাটিচাপা দেয় চোর চক্রটি। পরদিন মঙ্গলবার অটোরিকশাটি বিক্রির জন্য নালিতাবাড়ীর তিন আনি বাজার হয়ে যাওয়ার পথে সেটির চার্জ শেষ হয়ে যায়। বিষয়টি নালিতাবাড়ী থানা-পুলিশের নজরে এলে সন্দেহ হয় এবং অটোরিকশা চোর ভেবে খোকন, নবী, জাহিদ ও মিলনকে হাতেনাতে পুলিশ আটক করে।

শেরপুরের নকলায় নিখোঁজের দুই দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় আসাদুজ্জামান আসাদ নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা চালাতে বেরিয়ে গত সোমবার রাতে নিখোঁজ হয় আসাদ। গতকাল বুধবার সকালে নকলা উপজেলার সদর ইউনিয়নের সেফাকুড়ি ব্রিজের কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় আসাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন দক্ষিণ নকলা গ্রামের হামিদুল ইসলাম ওরফে খোকন, গণপদ্দী ইউনিয়নের পূর্ব গজারিয়া গ্রামের নুর নবী, নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের জাহিদুল ইসলাম ও নকলা পৌরসভার মিলন মিয়া। তাঁরা সবাই চোর চক্রের সদস্য।
গতকাল শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। নিহত আসাদ নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা শিববাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, ১১ মার্চ দুপুরে আসাদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে নকলা ইউনিয়নের ধনাকুশা বাজারে অটো মেরামত করে বাজারের পাশে ভগ্নিপতির বাড়িতে রাতের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ে। রাত ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সোমবার রাতে আসাদের অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করে। পরে আসাদ সেই অটোরিকশা ছিনিয়ে নিতে বাধা দিলে তাকে হত্যা করে মাটিচাপা দেয় চোর চক্রটি। পরদিন মঙ্গলবার অটোরিকশাটি বিক্রির জন্য নালিতাবাড়ীর তিন আনি বাজার হয়ে যাওয়ার পথে সেটির চার্জ শেষ হয়ে যায়। বিষয়টি নালিতাবাড়ী থানা-পুলিশের নজরে এলে সন্দেহ হয় এবং অটোরিকশা চোর ভেবে খোকন, নবী, জাহিদ ও মিলনকে হাতেনাতে পুলিশ আটক করে।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৭ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
২০ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
২২ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে