কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হলো ৪ টন ইলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে প্রথমবারের মতো এই শুল্ক স্টেশন দিয়ে ইলিশ পাঠানো হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুল্কমুক্ত রপ্তানির আওতায় প্রতি কেজি ১০ ডলার মূল্যে এই ইলিশ পাঠানো হয়েছে। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় দাম ধরা হয়েছে প্রায় ৮৫৬ টাকা।
এদিকে গত ছয় মাসে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর ও বাংলাদেশের কুলাউড়ার চাতলাপুর স্থলের শুল্ক স্টেশন দিয়ে দেশীয় বিভিন্ন পণ্য রপ্তানি হলেও আমদানি প্রায় বন্ধ রয়েছে বলে জানিয়েছে চালতাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।
চাতলাপুর শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর দেশের চারটি শুল্ক স্টেশন দিয়ে ভারতে শুল্কমুক্ত সুবিধায় ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। চাতলাপুর স্টেশন দিয়ে শুল্কমুক্ত সুবিধায় দুই দিনে ৪ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।
এই শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে সাতকরা, কমলা, পেঁয়াজ, টাইলস তৈরির কাঁচামাল আমদানি করা হতো। আর বাংলাদেশ থেকে সিমেন্ট, খাদ্যজাত দ্রব্য ও প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হতো। ছয় মাসে ভারত থেকে চায়না ক্লে ছাড়া আর কোনো কিছু আমদানি হয়নি।
আমদানি-রপ্তানিকারক সিলেট বিভাগীয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব ইলিশ মাছ আমদানি করেছে। প্রতি কেজি ইলিশ ১০ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছে। দেশে ৪ অক্টোবর থেকে আগামী তিন সপ্তাহ ইলিশ ধরা বন্ধ থাকবে। পরবর্তীতে যদি অনুমোদন থাকে তাহলে এ পথে আরও ইলিশ পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ শুল্ক স্টেশন দিয়ে নির্দিষ্ট পণ্য আমদানি ও রপ্তানির অনুমোদন রয়েছে। দেশের বড় আমদানিকারক ব্যবসায়ীরা যদি এ পথ দিয়ে আমদানিতে উৎসাহিত হোন তাহলে এই শুল্ক স্টেশনের রাজস্ব বাড়বে।
চাতলাপুর শুল্ক স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সেলফোনে আজকের পত্রিকাকে বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় দুই টন করে দুই দিনে ৪ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। এ পথ দিয়ে রপ্তানি থাকলেও করোনার প্রভাবে ভারত থেকে আমদানি নেই বললেই চলে।

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হলো ৪ টন ইলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে প্রথমবারের মতো এই শুল্ক স্টেশন দিয়ে ইলিশ পাঠানো হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুল্কমুক্ত রপ্তানির আওতায় প্রতি কেজি ১০ ডলার মূল্যে এই ইলিশ পাঠানো হয়েছে। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় দাম ধরা হয়েছে প্রায় ৮৫৬ টাকা।
এদিকে গত ছয় মাসে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর ও বাংলাদেশের কুলাউড়ার চাতলাপুর স্থলের শুল্ক স্টেশন দিয়ে দেশীয় বিভিন্ন পণ্য রপ্তানি হলেও আমদানি প্রায় বন্ধ রয়েছে বলে জানিয়েছে চালতাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।
চাতলাপুর শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর দেশের চারটি শুল্ক স্টেশন দিয়ে ভারতে শুল্কমুক্ত সুবিধায় ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। চাতলাপুর স্টেশন দিয়ে শুল্কমুক্ত সুবিধায় দুই দিনে ৪ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।
এই শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে সাতকরা, কমলা, পেঁয়াজ, টাইলস তৈরির কাঁচামাল আমদানি করা হতো। আর বাংলাদেশ থেকে সিমেন্ট, খাদ্যজাত দ্রব্য ও প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হতো। ছয় মাসে ভারত থেকে চায়না ক্লে ছাড়া আর কোনো কিছু আমদানি হয়নি।
আমদানি-রপ্তানিকারক সিলেট বিভাগীয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব ইলিশ মাছ আমদানি করেছে। প্রতি কেজি ইলিশ ১০ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছে। দেশে ৪ অক্টোবর থেকে আগামী তিন সপ্তাহ ইলিশ ধরা বন্ধ থাকবে। পরবর্তীতে যদি অনুমোদন থাকে তাহলে এ পথে আরও ইলিশ পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ শুল্ক স্টেশন দিয়ে নির্দিষ্ট পণ্য আমদানি ও রপ্তানির অনুমোদন রয়েছে। দেশের বড় আমদানিকারক ব্যবসায়ীরা যদি এ পথ দিয়ে আমদানিতে উৎসাহিত হোন তাহলে এই শুল্ক স্টেশনের রাজস্ব বাড়বে।
চাতলাপুর শুল্ক স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সেলফোনে আজকের পত্রিকাকে বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় দুই টন করে দুই দিনে ৪ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। এ পথ দিয়ে রপ্তানি থাকলেও করোনার প্রভাবে ভারত থেকে আমদানি নেই বললেই চলে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে