Ajker Patrika

চাপ নেই আরিচা-পাটুরিয়া ঘাটে, যানবাহনের অপেক্ষায় ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১০: ৫৯
চাপ নেই আরিচা-পাটুরিয়া ঘাটে, যানবাহনের অপেক্ষায় ফেরি

ঈদের বাকি মাত্র দুই দিন। অথচ যাত্রীবাহী যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। গতকাল বুধবার সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও আজ সেটাও নেই। যাত্রী ও যানবাহন না থাকায় লঞ্চ ও ফেরিগুলো অনেকটা ফাঁকা রেখে নদী পার হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ বলছে, আজ ভোর থেকে পদ্মা ব্রিজ হয়ে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় মোটরসাইকেলের চাপ পাটুরিয়ায় কমে গেছে। ফলে গতকালের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে এমনিতে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে।

যাত্রীবাহী যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটেএরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সব ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৭টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।

এদিকে আজ ভোর থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পারাপর বন্ধ রাখার কথা থাকলেও যাত্রীবাহী যানবাহন না থাকায় মালবাহী ট্রাক পার করা হচ্ছে। 

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ও আরিচা থেকে কাজীরহাট নৌপথ হয়ে নদী পার হয়েছে ৫৭৭টি যাত্রীবাহী বাস, ৮৬২টি মালবাহী ট্রাক, ১ হাজার ৫৩১টি প্রাইভেট কার ও ২ হাজার ৫০০ মোটরসাইকেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত