হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। তবে সেটি জালে নয় ধরা পড়েছে বড়শিতে। পরে আড়তে নিয়ে মাছটি বিক্রি করেন জেলে বাসুদেব হালদার। তবে মাছটির দাম তুলনামূলক কম টাকা হয়েছে বলে দাবি করেছেন তিনিসহ ক্রেতাও।
আজ সোমবার ভোরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন জেলে বাসুদেব। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীর অংশে মাছটি বড়শিতে ধরা পড়ে।
মাছটির শিকারি বাসুদেব হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলতেই দেখি বড় একটা বোয়াল। ওইটা নিয়েই আজ (সোমবার) ভোরে সুবল দার (দাদা) আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি।’
তবে বড়শির মাছ ও তোলার সময় মাছের শরীরে সামান্য আঘাত লেগে দাগের কারণে ব্যবসায়ীরা মাছের দাম কম বলেছেন বলে দাবি করেন বাসু।
আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ‘পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম ওঠে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসুদা। হাঁকডাকের পর মাছটা আরেক আড়তদার কিনেছেন।’
মাছটির ক্রেতা আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ৯ কেজি ওজনের একটা বোয়াল ১২ হাজার টাকায় কিনছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল তাই মাছটির দাম কম গেছে। দাগ না থাকলে ১৫-১৬ হাজারে কিনতে হতো।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুরে পদ্মায় পানি কমে গেছে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’

মানিকগঞ্জের হরিরামপুরে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। তবে সেটি জালে নয় ধরা পড়েছে বড়শিতে। পরে আড়তে নিয়ে মাছটি বিক্রি করেন জেলে বাসুদেব হালদার। তবে মাছটির দাম তুলনামূলক কম টাকা হয়েছে বলে দাবি করেছেন তিনিসহ ক্রেতাও।
আজ সোমবার ভোরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন জেলে বাসুদেব। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীর অংশে মাছটি বড়শিতে ধরা পড়ে।
মাছটির শিকারি বাসুদেব হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মধ্যরাতে পদ্মায় বড়শি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। বড়শি তুলতেই দেখি বড় একটা বোয়াল। ওইটা নিয়েই আজ (সোমবার) ভোরে সুবল দার (দাদা) আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার টাকায় বিক্রি করি।’
তবে বড়শির মাছ ও তোলার সময় মাছের শরীরে সামান্য আঘাত লেগে দাগের কারণে ব্যবসায়ীরা মাছের দাম কম বলেছেন বলে দাবি করেন বাসু।
আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ‘পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম ওঠে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসুদা। হাঁকডাকের পর মাছটা আরেক আড়তদার কিনেছেন।’
মাছটির ক্রেতা আড়তদার হৃদয় রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ৯ কেজি ওজনের একটা বোয়াল ১২ হাজার টাকায় কিনছি। তবে বড়শির মাছে হালকা দাগ ছিল তাই মাছটির দাম কম গেছে। দাগ না থাকলে ১৫-১৬ হাজারে কিনতে হতো।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুরে পদ্মায় পানি কমে গেছে। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
৪৩ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে