ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন খানকে বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন এ বহিষ্কার আদেশ দেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতামূলক আচরণ, অনিয়মতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়ে হুমকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম নিয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলে এবং ব্যাপক অর্থ কেলেঙ্কারি এবং বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। অধ্যক্ষ মতিনকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় সভাপতি ও ইউএনও বেলাল হোসেন।
ইউএনও বেলাল হোসেন বলেন, অধ্যক্ষ মতিনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধিমালার আলোকে বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক ভিত্তি পাওয়ায় এখন বিভাগীয় তদন্ত শুরু হলো। এটা প্রমাণিত হলে এবং তাঁরা সুপারিশ করলে চূড়ান্ত বরখাস্তের জন্য আমরা বোর্ডে লিখিতভাবে জানাব।

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন খানকে বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন এ বহিষ্কার আদেশ দেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতামূলক আচরণ, অনিয়মতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়ে হুমকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম নিয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলে এবং ব্যাপক অর্থ কেলেঙ্কারি এবং বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। অধ্যক্ষ মতিনকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় সভাপতি ও ইউএনও বেলাল হোসেন।
ইউএনও বেলাল হোসেন বলেন, অধ্যক্ষ মতিনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধিমালার আলোকে বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক ভিত্তি পাওয়ায় এখন বিভাগীয় তদন্ত শুরু হলো। এটা প্রমাণিত হলে এবং তাঁরা সুপারিশ করলে চূড়ান্ত বরখাস্তের জন্য আমরা বোর্ডে লিখিতভাবে জানাব।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৩ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৬ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৯ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২২ মিনিট আগে