ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে চলাচল বন্ধ রেখেছেন স্পিডবোটমালিক ও চালকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০১১ সালে চালু হওয়া প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ আরিচা-কাজিরহাট রুটে বিআইডব্লিউটিএ নির্ধারিত যাত্রীভাড়া ২১০ টাকা। তবে জ্বালানি খরচ, চালকের বেতন ও অন্যান্য ব্যয় বাড়ায় দীর্ঘদিন ধরে যাত্রীপ্রতি ২৫০ টাকা ভাড়া আদায় করছিলেন মালিকেরা। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ৫ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন লাইসেন্স নিয়ে স্পিডবোট চলাচল আবারও শুরু হয়, তখনো ২৫০ টাকা ভাড়াই নেওয়া হচ্ছিল।
সম্প্রতি কর্তৃপক্ষ আবার ২১০ টাকা হারে ভাড়া আদায়ের নির্দেশনা দিলে মালিকেরা ক্ষতির মুখে পড়ার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, ঈদ বা যেকোনো বিশেষ সময় যাত্রীর চাপ থাকলেও ফিরে আসার পথে যাত্রী না থাকায় লোকসান বেড়ে যায়। তাই ২৫০ টাকা ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিডবোটমালিকদের একজন জানান, ভাড়া বাড়ানোর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিআইডব্লিউটিএ আরিচা ট্রাফিক সুপারভাইজার আফসার আলী জানান, ভাড়া বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। যৌথ বাহিনী ঘাট পরিদর্শনে এসেছে।
বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দর উপপরিচালক মো. সেলিম শেখ বলেন, মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর আবেদন পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশনা রয়েছে, ভাড়া বাড়ানো হবে না। ফলে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। বর্তমানে ঘাটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে চলাচল বন্ধ রেখেছেন স্পিডবোটমালিক ও চালকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০১১ সালে চালু হওয়া প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ আরিচা-কাজিরহাট রুটে বিআইডব্লিউটিএ নির্ধারিত যাত্রীভাড়া ২১০ টাকা। তবে জ্বালানি খরচ, চালকের বেতন ও অন্যান্য ব্যয় বাড়ায় দীর্ঘদিন ধরে যাত্রীপ্রতি ২৫০ টাকা ভাড়া আদায় করছিলেন মালিকেরা। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ৫ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন লাইসেন্স নিয়ে স্পিডবোট চলাচল আবারও শুরু হয়, তখনো ২৫০ টাকা ভাড়াই নেওয়া হচ্ছিল।
সম্প্রতি কর্তৃপক্ষ আবার ২১০ টাকা হারে ভাড়া আদায়ের নির্দেশনা দিলে মালিকেরা ক্ষতির মুখে পড়ার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, ঈদ বা যেকোনো বিশেষ সময় যাত্রীর চাপ থাকলেও ফিরে আসার পথে যাত্রী না থাকায় লোকসান বেড়ে যায়। তাই ২৫০ টাকা ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিডবোটমালিকদের একজন জানান, ভাড়া বাড়ানোর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিআইডব্লিউটিএ আরিচা ট্রাফিক সুপারভাইজার আফসার আলী জানান, ভাড়া বাড়ানোর দাবিতে আজ সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। যৌথ বাহিনী ঘাট পরিদর্শনে এসেছে।
বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দর উপপরিচালক মো. সেলিম শেখ বলেন, মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর আবেদন পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশনা রয়েছে, ভাড়া বাড়ানো হবে না। ফলে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। বর্তমানে ঘাটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে