মাগুরা প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়লাভ করলেও নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে। ২০১৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় এবার কমেছে ৮৩ হাজার। ওই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ১৯৮ ভোট।
পাঁচ বছর পর ২০২৪ সালে দ্বাদশ সংসদ সংসদে সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। প্রদত্ত বৈধ ভোটের হিসাবেও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচন থেকে ৯৬ হাজার ২৬১টি কম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের নির্বাচনে মাগুরা–১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার ৪৮ জন। পাঁচ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫০ হাজার ৪৩৭ জন ভোটার যোগ হয়ে মোট ভোটার দাঁড়ায় ৪ লাখ ৪৮৫ জনে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বাড়লেও বাড়েনি প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা। ২০১৮ সালে যেখানে বৈধ ভোট ছিল ২ লাখ ৯১ হাজার ৪৮৭টি। সেখানে এবার সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার পর বৈধ ভোট হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২২৬টি। মোট ভোটের প্রায় অর্ধেক এবার ভোট দেয়নি বলে হিসাবে উঠে আসে।
মাগুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট পড়েছে কম। এমনকি আওয়ামী লীগের ভোট পুরোপুরি পড়লেও প্রদত্ত ভোট ২ লাখের বেশি হওয়ার কথাও অনেকে মনে করছেন।
অন্যদিকে, ২০১৮ সালে নির্বাচনের প্রেক্ষাপট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেক্ষাপট বিবেচনা করলে নৌকার ভোট সাকিব আল হাসানের প্রাপ্ত ভোট থেকে বেশি হওয়ার কথা মনে করছেন স্থানীয় ভোটাররা।
সাইদুল মোল্লা নামে সদর এলাকার এক ভোটার বলেন, ‘নৌকার ভোট বেশি হওয়ার কথা। টানা তিনবার সরকার ক্ষমতায়। ভোটার নৌকার ছাড়া আছে কি। মনে হচ্ছে অনেকে ভোটই দিতে কেন্দ্রে যাননি।’ রাজনৈতিক নানা সমীকরণের কথা মনে করিয়ে দিলেন এই ভোটার।
শ্রীপুরের খামারপাড়ার এলাকার নান্নু শেখ বলেন, ‘শ্রীপুরে সাকিব আল হাসান ভোট পেয়েছেন বেশি। বরং সদরের থেকে শ্রীপুরের অন্য দল থেকেও সাকিবকে ভোট দিতে শুনেছি। তবে ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন সেরকম ভোটার উপস্থিত হয়নি বলে মোট ভোট ও নৌকার ভোট কমেছে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়লাভ করলেও নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে। ২০১৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় এবার কমেছে ৮৩ হাজার। ওই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ১৯৮ ভোট।
পাঁচ বছর পর ২০২৪ সালে দ্বাদশ সংসদ সংসদে সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। প্রদত্ত বৈধ ভোটের হিসাবেও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচন থেকে ৯৬ হাজার ২৬১টি কম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের নির্বাচনে মাগুরা–১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার ৪৮ জন। পাঁচ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫০ হাজার ৪৩৭ জন ভোটার যোগ হয়ে মোট ভোটার দাঁড়ায় ৪ লাখ ৪৮৫ জনে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বাড়লেও বাড়েনি প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা। ২০১৮ সালে যেখানে বৈধ ভোট ছিল ২ লাখ ৯১ হাজার ৪৮৭টি। সেখানে এবার সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার পর বৈধ ভোট হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২২৬টি। মোট ভোটের প্রায় অর্ধেক এবার ভোট দেয়নি বলে হিসাবে উঠে আসে।
মাগুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট পড়েছে কম। এমনকি আওয়ামী লীগের ভোট পুরোপুরি পড়লেও প্রদত্ত ভোট ২ লাখের বেশি হওয়ার কথাও অনেকে মনে করছেন।
অন্যদিকে, ২০১৮ সালে নির্বাচনের প্রেক্ষাপট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেক্ষাপট বিবেচনা করলে নৌকার ভোট সাকিব আল হাসানের প্রাপ্ত ভোট থেকে বেশি হওয়ার কথা মনে করছেন স্থানীয় ভোটাররা।
সাইদুল মোল্লা নামে সদর এলাকার এক ভোটার বলেন, ‘নৌকার ভোট বেশি হওয়ার কথা। টানা তিনবার সরকার ক্ষমতায়। ভোটার নৌকার ছাড়া আছে কি। মনে হচ্ছে অনেকে ভোটই দিতে কেন্দ্রে যাননি।’ রাজনৈতিক নানা সমীকরণের কথা মনে করিয়ে দিলেন এই ভোটার।
শ্রীপুরের খামারপাড়ার এলাকার নান্নু শেখ বলেন, ‘শ্রীপুরে সাকিব আল হাসান ভোট পেয়েছেন বেশি। বরং সদরের থেকে শ্রীপুরের অন্য দল থেকেও সাকিবকে ভোট দিতে শুনেছি। তবে ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন সেরকম ভোটার উপস্থিত হয়নি বলে মোট ভোট ও নৌকার ভোট কমেছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে