মাদারীপুর প্রতিনিধি

প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।

প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে