গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

‘সরকার যেভাবে হুট কোরিয়া জ্বালানি তেলের দাম বারাইল, এখন তো মনে হয় চোল মোটরসাইকেল না চালেয়া বাইসাইকেল কিনি চালা লাগবে, নতুবা দাদা-নানার প্রাচীনকালের সভ্যতায় ফিরে গিয়ে পায়ে হাঁটার অভ্যাস করতে হবে, তাহলে আর সমস্যা হবার নেয়। দেশে যেভাবে হুড়হুড় করি সবকিছুর দাম বাড়া শুরু করছে তাতে তো মনে হয়, সরকার আস্তে আস্তে হামারগুলার সাধারণ জনগণণের গলা চিপি ধরতেছে। এবার হামাকগুলাক না মারি ছাড়বে না মনে চোল।’ এভাবেই আক্ষেপ করছিলেন রংপুরের গঙ্গাচড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মনির মিয়া। আজ শনিবার গঙ্গাচড়া বাজারে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের পেট্রোল কিনতে আসা মনির আরও বলেন, ‘হামরা সাধারণ মানুষ তো রাজনীতির দলের লোকদের কাছে ফুটবল একটা। ওমরা যেভাবে পায় সেইভাবে হামাকগুলাক পা দিয়া শটায়, তাতে যে সরকারে আসে না কেন।’
গতকাল শুক্রবার মধ্যরাতে সারা দেশে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দেয় সরকার। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টার জন্য পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কে আগে তেল কিনবে, এই নিয়ে মোটরসাইকেলচালকদের মধ্যে বাগ্বিতণ্ডাও দেখা গেছে। যদিও লাভ হয়নি কোনো। পাম্প মালিকেরা ঘোষণা পাওয়ার সঙ্হে সঙ্হেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম তাৎক্ষণিক বাড়িয়ে দিয়েছেন। এমনকি কিছু কিছু পাম্প মালিক কিছুক্ষণের জন্য তেল বিক্রি বন্ধ করে দেন।
এদিকে তেলের দাম বাড়ায় জ্বালানিচালিত পরিবহনের ভাড়া বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। বেশি ভাড়া চাওয়া পরিবহনচালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির অভিযোগও পাওয়া গেছে।
লালমনিরহাটের হাতিবান্ধা থেকে রংপুর মেডিকেলে আসা আব্দুর রাজ্জাক জানান, ‘মায়ের চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশায় করে রংপুর মেডিকেলে নিয়ে এসেছিলাম গত বুধবার। ডাক্তার বলেছিলে শনিবারে নিয়ে আসতে। আজকে আবারও নিয়ে আসলাম। গত বুধবার যেখানে সিএনজি ভাড়া নিয়েছে ৬০০ টাকা, সেই সিএনজি ভাড়া আজকে আমার কাছে নিল ৯০০ টাকা। সকালে হাতীবান্ধায় স্ট্যান্ডে ১ ঘণ্টা লেট করছি। বাধ্য হয়ে ৫০০ টাকার ভাড়া ৯০০ টাকা দিয়ে আসলাম।
শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রোল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

‘সরকার যেভাবে হুট কোরিয়া জ্বালানি তেলের দাম বারাইল, এখন তো মনে হয় চোল মোটরসাইকেল না চালেয়া বাইসাইকেল কিনি চালা লাগবে, নতুবা দাদা-নানার প্রাচীনকালের সভ্যতায় ফিরে গিয়ে পায়ে হাঁটার অভ্যাস করতে হবে, তাহলে আর সমস্যা হবার নেয়। দেশে যেভাবে হুড়হুড় করি সবকিছুর দাম বাড়া শুরু করছে তাতে তো মনে হয়, সরকার আস্তে আস্তে হামারগুলার সাধারণ জনগণণের গলা চিপি ধরতেছে। এবার হামাকগুলাক না মারি ছাড়বে না মনে চোল।’ এভাবেই আক্ষেপ করছিলেন রংপুরের গঙ্গাচড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মনির মিয়া। আজ শনিবার গঙ্গাচড়া বাজারে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের পেট্রোল কিনতে আসা মনির আরও বলেন, ‘হামরা সাধারণ মানুষ তো রাজনীতির দলের লোকদের কাছে ফুটবল একটা। ওমরা যেভাবে পায় সেইভাবে হামাকগুলাক পা দিয়া শটায়, তাতে যে সরকারে আসে না কেন।’
গতকাল শুক্রবার মধ্যরাতে সারা দেশে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দেয় সরকার। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টার জন্য পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কে আগে তেল কিনবে, এই নিয়ে মোটরসাইকেলচালকদের মধ্যে বাগ্বিতণ্ডাও দেখা গেছে। যদিও লাভ হয়নি কোনো। পাম্প মালিকেরা ঘোষণা পাওয়ার সঙ্হে সঙ্হেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম তাৎক্ষণিক বাড়িয়ে দিয়েছেন। এমনকি কিছু কিছু পাম্প মালিক কিছুক্ষণের জন্য তেল বিক্রি বন্ধ করে দেন।
এদিকে তেলের দাম বাড়ায় জ্বালানিচালিত পরিবহনের ভাড়া বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। বেশি ভাড়া চাওয়া পরিবহনচালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির অভিযোগও পাওয়া গেছে।
লালমনিরহাটের হাতিবান্ধা থেকে রংপুর মেডিকেলে আসা আব্দুর রাজ্জাক জানান, ‘মায়ের চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশায় করে রংপুর মেডিকেলে নিয়ে এসেছিলাম গত বুধবার। ডাক্তার বলেছিলে শনিবারে নিয়ে আসতে। আজকে আবারও নিয়ে আসলাম। গত বুধবার যেখানে সিএনজি ভাড়া নিয়েছে ৬০০ টাকা, সেই সিএনজি ভাড়া আজকে আমার কাছে নিল ৯০০ টাকা। সকালে হাতীবান্ধায় স্ট্যান্ডে ১ ঘণ্টা লেট করছি। বাধ্য হয়ে ৫০০ টাকার ভাড়া ৯০০ টাকা দিয়ে আসলাম।
শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রোল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে