লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান, একই গ্রামের মজিদুল ইসলাম ওরফে মজনু এবং বিপুল খান। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।
নিহত ফখরুল ইসলাম বুলেট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার স্কুলশিক্ষক এনামুল হকের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ফখরুল ইসলাম বুলেটকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের একটি দোকানে ডেকে নেন আমিনুল ইসলাম খান। এ সময় তাঁর হাত-পা বেঁধে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা বুলেটকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বুলেটের বাবা এনামুল হক বাদী হয়ে সদর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলায় ২০১৬ সালের ১৩ জুলাই একজনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তকারী প্রদীপ কুমার রায়। পরবর্তী সময়ে এ মামলার একজন আসামি মারা যান। বাকি ৯ জন আসামির বিরুদ্ধে দীর্ঘ শুনানি চলে। আজ তিনজন আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রায়ে বলা হয়, বুলেট হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ গ্রেপ্তারের দিন থেকে সাজা গণনা করা হবে। এ মামলায় বাকি ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় এবং বেকসুর খালাস প্রাপ্তদের কাগজ কারাগারে পাঠানো হয়েছে।

লালমনিরহাটে যুবলীগকর্মী ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন, লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান, একই গ্রামের মজিদুল ইসলাম ওরফে মজনু এবং বিপুল খান। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।
নিহত ফখরুল ইসলাম বুলেট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার স্কুলশিক্ষক এনামুল হকের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ফখরুল ইসলাম বুলেটকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের একটি দোকানে ডেকে নেন আমিনুল ইসলাম খান। এ সময় তাঁর হাত-পা বেঁধে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা বুলেটকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বুলেটের বাবা এনামুল হক বাদী হয়ে সদর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলায় ২০১৬ সালের ১৩ জুলাই একজনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্তকারী প্রদীপ কুমার রায়। পরবর্তী সময়ে এ মামলার একজন আসামি মারা যান। বাকি ৯ জন আসামির বিরুদ্ধে দীর্ঘ শুনানি চলে। আজ তিনজন আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রায়ে বলা হয়, বুলেট হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ গ্রেপ্তারের দিন থেকে সাজা গণনা করা হবে। এ মামলায় বাকি ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় এবং বেকসুর খালাস প্রাপ্তদের কাগজ কারাগারে পাঠানো হয়েছে।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৫ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২২ মিনিট আগে